সম্প্রতি বিশেষ করে করোনাকালে ভারতের বিনোদন জগতে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা। দর্শকদের মধ্যে বাড়তে থাকা এই চাহিদার কারণেই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি এল আই ভি, অল্ট বালাজি এবং এমএক্স প্লেয়ারের মতো অ্যাপগুলিতে প্রায়দিনই বেশ কয়েকটি ওয়েব সিরিজ মুক্তি পায়। আর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজগুলি নিয়ে বরাবরই দর্শকদের মধ্যে একটি বিশেষ ক্রেজ লক্ষ্য করা যায়। যার কারণে অনেক সময় এই সিরিজ গুলির নতুন নতুন সিজন মুক্তি পায়। সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মে তৈরি এযনই বেশ কিছু ভারতীয় ওয়েব সিরিজ আছে যা একজন সিনেপ্রেমী দর্শকের অবশ্যই দেখা উচিত। আজ এখানে এযনই কয়েকটি জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা দেওয়া হল।
১) পাতাল লোক (Pataal Lok)
আপনি যদি সাসপেন্সে পূর্ণ একটি ওয়েব সিরিজ দেখতে চান, তাহলে অবশ্যই আপনার পছন্দ হওয়া উচিত পাতাল লোক। এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে , যার টানটান উত্তেজনায় ভরপুর প্রতিটি পর্ব দর্শকদের সাসপেন্সের গভীরে নিয়ে যাবে। শুধু তাই নয়, পাতাল লোকের গল্পটিও দারুন মজার, এই সিরিজের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অভিনয় ছিল দেখার মতো।
২) পঞ্চায়েত (Panchayat)
অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত পঞ্চায়েত, ওয়েব সিরিজটিও দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছিল। এই সিরিজের, গল্প এমন এক যুবকের উপর ভিত্তি করে তৈরি যে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পরে একটি সরকারি চাকরি পেয়েছিল। প্রসঙ্গত এই ওয়েব সিরিজটিতে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা এবং রঘুবীর যাদবের মতো একাধিক দাপুটে অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে। যা এক মধ্যবিত্ত পরিবারের যুবক এবং তার পরিবারের সংগ্রামকে অত্যন্ত নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে।
৩) গুল্লাক (Gullak)
গুল্লাক একটি পারিবারিক ড্রামার উপর ভিত্তি করে তৈরি একটি ওয়েব সিরিজ। এটি সোনি এল আই ভি (SonyLIV) অ্যাপে দেখতে পাওয়া যাবে। এই ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে, যারা তাদের ছোটখাটো চাহিদা পূরণের চেষ্টা করে। গুল্লাক ওয়েব সিরিজ আপনাকে হাসির পাশাপাশি কিছু কিছু কাঁদিয়েও দিতে পারে। সবমিলিয়ে এটি এমন একটি ওয়েব সিরিজ, যা পুরো পরিবারের সাথে বসে দেখা যায়।
৪) স্ক্যাম ১৯৯২ (Scam 1992)
স্ক্যাম ১৯৯২-এই ওয়েব সিরিজটি ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকার শীর্ষস্থানে রয়েছে।যার গল্প স্টক মার্কেটের একজন দুর্নীতিগ্রস্ত ব্যাক্তি হর্ষদ মেহতার জীবনের উপর ভিত্তি করে তৈরি । এই ওয়েব সিরিজে দর্শক সাসপেন্সের একটি সুপার ডোজ পাবেন। তবে এই জনপ্রিয় ওয়েব সিরিজ টি কেবলমাত্র,SonyLIV- তে দেখতে পাওয়া যাবে।
৫) মির্জাপুর (Mirzapur)
ভারতের সেরা ওয়েব সিরিজ নিয়ে যখন কথা হচ্ছে তখন মির্জাপুরের নাম উঠবে না তা কি করে হয়! মির্জাপুর শহরে সংঘটিত অপরাধমূলক ঘটনার এই ওয়েব সিরিজটি দর্শকমহলে দারুন জনপ্রিয়। যার সংলাপ আজও ঘোরে মানুষের মুখে মুখে। জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় রয়েছে মির্জাপুরের দ্বিতীয় সিজন। তাই যারা দেখেননি তাদের অবশ্যই প্রথম সিজন দেখে নেওয়া দরকার।
৬) দ্য ফ্যামিলি ম্যান (The Family Man)
ভারতের সেরা হিন্দি ওয়েব সিরিজ গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হল দ্য ফ্যামিলি ম্যান।ভারতীয় গুপ্তচরের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়। এখন পর্যন্ত এটি দুটি সিজন মুক্তি পেয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ওয়েব সিরিজটি দেখতে পাওয়া যাবে। এই সিরিজে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী কে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে। দ্য ফ্যামিলি ম্যান সিরিজে একজন সিক্রেট এজেন্টের কাজের ধরন এবং সেইসাথে পরিবারের প্রতি যত্নবান একজন ব্যক্তির গল্প দেখতে পাওয়া যায়।
৭) সেক্রেড গেমস (Sacred Games)
নেটফ্লিক্সের সেরা ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হল সেক্রেড গেমস। যার গল্প এবং সংলাপগুলি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। এই ওয়েব সিরিজে সাইফ আলি খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, যার দুটি সিজনই সুপার হিট হয়েছে।