• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃতি শ্যানন থেকে দীপিকা ! বলিউডের এই ৭ তারকাদের বোনকে চেনেন ,সৌন্দর্যে টেক্কা দেবে নায়িকাদেরও

বলি তারকাদের গ্ল্যামার, তাদের জেল্লা, স্টাইল, সৌন্দর্যের কথা তো আমরা সকলেই জানি। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়া বলুন কিংবা পেজথ্রির পাতায় সবসময়ই চলে তাদের নিয়ে লাফালাফি। কিন্তু অনেকেই জানেন না এক ঝাঁক বলি তারকা রয়েছেন যাদের বোনেরা সৌন্দর্যের দিক থেকে কোনোও অংশে কম যায়না। এদের অধিকাংশই অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।

অনস্ক্রিন কিছু তারকাদের বোনেদের দেখতে পেলেও বেশিরভাগ জনই বিনোদন জগৎ থেকে অনেক দূরে। কখনও কখনও তাদের পারিবারিক ছবিতে এই সুন্দরী বোনেদের দুএকটা ছবি নজরে আসে। আজ বং ট্রেন্ডের পর্দায় রইল বলি সেলেবদের বোনেদের কিছু আকর্ষণীয় ছবি।

   

কৃতী স্যানন ও নূপুর স্যানন (Kriti sanon and Nupur sanon) :

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

বলিউড অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের মুখের গড়নও খানিকটা তারই মতো। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন কৃতীর বোন নূপুর। কৃতি শ্যানন তার মুম্বাইয়ের বাড়ির চেয়ে ছোট বোন নূপুরের সাথে বেশি শেয়ার করেন। তার বোন এখন মডেলিং করছেন , যদিও একটি হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কৃতী এবং নুপুরকে একসাথে দেখা গিয়েছে।

 

দীপিকা পাড়ুকোন ও আনিশা পাড়ুকোন

দিদি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেও দীপিকার বোন আনিশা একজন আন্তর্জাতিক মানে গল্ফ খেলোয়ার। দেশের হয়ে প্রতিনিধিত্বও করেন এই সুন্দরী।

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

সোনম কাপুর ও রিয়া কাপুর (Sonam kapoor riya kapoor) :

অনিল কন্যা সোনম কাপুর ও রিয়া কাপুর সৌন্দর্যের দিক থেকে ‘এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ’। পেশায় ফ্যাশান ডিজাইনার রিয়া।

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

কঙ্গনা রানাউত ও রঙ্গোলি রানাউত (Kangna ranaut and rangoli ranaut) :

বলি ক্যুইন কঙ্গনার বোন রঙ্গোলি একসময় অপূর্ব সুন্দরী ছিল। কিন্তু কোনো এক দুষ্কৃতি তার মুখে অ্যাসিড অ্যাটাক করেছিল। অসংখ্য সার্জারির পর পুরোনো চেহারা কিছুটা ফিরে পেয়েছেন তিনি।

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

অর্জুন কাপুর ও অংশুল (Arjun kapoor and Angshul kapoor)

অর্জুন কাপুরের বোন অংশুল কেও ভারী মিষ্টি দেখতে।

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

সমীক্ষা পেডনেকার এবং ভূমি পেডনেকার (Samiksha Pednekar and Bhumi Pednekar) :

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

ভূমি পেডনেকারের একটি ছোট বোন আছে যাকে অবিকল ভূমির মতোই দেখতে। ভূমি একজন অভিনেত্রী হলেও সমীক্ষা একজন আইনজীবী।

ইসাবেল কাইফ ও ক্যাটরিনা কাইফ (Isabel Kaif and Katrina Kaif) :

কৃতী স্যানন,নূপুর স্যানন,ইসাবেল কাইফ,ক্যাটরিনা কাইফ,Isabel Kaif,Katrina Kaif,সমীক্ষা পেডনেকার,ভূমি পেডনেকার,Samiksha Pednekar,Bhumi Pednekar,sisters,celebrity sisters,bollywood celeb sisters,বোন,তারকাদের বোন,বলিউড

ক্যাটরিনা কাইফের ছয় বোন আছে কিন্তু ইসাবেলকে অনেকটা ক্যাটরিনার মতোই দেখতে। ক্যাট সহ-অভিনেতা সুরাজ পাঞ্চোলির সাথে ইসাবেলের বলিউড ডেবিউ ‘টাইম টু ড্যান্স’ ছবির জন্য বোনকে সাহায্য করছেন।