নেপোটিজম (Nepotism) বিতর্কে বরাবরই সরগরম বলিউড। জঘন্য অভিনয় সত্ত্বেও শুধুমাত্র তারকা সন্তান এবং কিছু গড ফাদার আছে বলে দিনের পর দিন বলিউডে চুটিয়ে কাজ করে যাচ্ছেন কিছু অভিনেতা-অভিনেত্রী। অথচ ওদিকে প্রতিভা থাকলেও কাজ পাচ্ছেন না অনেকে। তবে এই বলিউডেই অবশ্য এমন বহু তারকা (Bollywood celebs) রয়েছেন যারা কেবলমাত্র নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সফল হয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৭ তারকার নাম তুলে ধরা হল।
শাহরুখ খান (Shah Rukh Khan)- তালিকার প্রথম নামটিই হল বলিউড ‘বাদশা’ শাহরুখের। অভিনেতার যখন মাত্র ১৫ বছর বয়স, সেই সময় ক্যান্সার আক্রান্ত হয়ে তাঁর পিতার মৃত্যু হয়েছিল। এরপর ভলেন্টিয়ার হিসেবে কাজ থেকে থিয়েটার সবই করেছেন তিনি। ১৯৯২ সালে ‘দিওয়ানা’র হাত ধরে বলিউড ডেবিউ হয়েছিল ‘কিং খান’এর। প্রথম ছবির জন্যই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। আর এখন সেই শাহরুখের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না।
ঐশ্বর্য রাই (Aishwarya Rai)- ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছিলেন ভারতের নাম। এরপরেই বলিউডে পা রাখেন সুন্দরী ঐশ্বর্য রাই। তাঁর ঝুলিতে রয়েছে ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘গুরু’র মতো একাধিক সুপারহিট ছবি। এর পাশাপাশি একাধিক হলিউড ছবিতেও অভিনয় করেছেন অ্যাশ।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ এখন গ্লোবাল আইকন। মাত্র ১৭ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা। এরপরেই বলিউড ডেবিউ হয় তাঁর। আর এখন সেই প্রিয়াঙ্কাই বলিউডের পাশাপাশি হলিউডেও চুটিয়ে কাজ করছেন।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের ‘ক্যুইন’এর ঝুলিতে রয়েছে ৪টি জাতীয় পুরস্কার। তবে এই কঙ্গনাই নিজের কেরিয়ারে বহু চরাই উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন। তবে শুধুমাত্র নিজের প্রতিভার জোরে এখনও টিকে আছেন বলিউডে। কঙ্গনার ঝুলিতে রয়েছে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু’, ‘মণিকর্ণিকা’র মতো ব্লকবাস্টার একাধিক ছবি।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। তবে এর আগে মডেলিং থেকে শুরু করে মিউজিক ভিডিও হয়ে বেশ কিছু আঞ্চলিক ছবিতে কাজ করেছিলেন বলিউডের ‘মস্তানি’। এখন সেই দীপিকাই বলিউডে রাজত্ব করছেন। অভিনয় করেছেন একাধিক সুপারহিট সিনেমায়।
অনুষ্কা শর্মা (Anushka Sharma)- তালিকায় নাম রয়েছেন বলি সুন্দরী অনুষ্কারও। আর্মি অফিসারের কন্যা অনুষ্কা ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বনা দি জোড়ি’র মাধ্যমে বলিউডে পা রাখেন। যদিও শোনা যায়, কেরিয়ারের শুরুতে নাকি এই অনুষ্কাকেই অনেকে বলেছিলেন, বলিউড অভিনেত্রী হওয়ার জন্য যতটা সুন্দরী হতে হয়, তিনি ততটা সুন্দরী নন।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan)- বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ানের নামও তালিকায় রয়েছে। ‘লাভ আজ কাল’, ‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতারও বাকিদের মতো ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তাঁর বাবা-মা দু’জনেই ডাক্তার।
কার্তিক নিজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁর বরাবরই ছিল। আর সেই ভালোবাসা এবং নিজের প্রতিভার জোরেই কোনও ‘গডফাদার’ ছাড়াই কার্তিক এখন বলিউডের অন্যতম নামী অভিনেতা।