• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা ছবিই শিখিয়েছিল পথচলা, টলিউড থেকে শুরু করে আজ বলিউড কাঁপাচ্ছে ৭ অভিনেত্রীরা

কথায় রয়েছে বাঙালিরা নাকি চাইলে সব কিছুই করতে পারে। একথা বহুবার প্রমাণ হয়েছে বাঙালিরা যেমন সাহিত্যচর্চা করে তেমনি বিনোদন অর্থাৎ অভিনয়ের দিকেও অনেকেই আজ সাফল্যের শীর্যে উঠে গিয়েছেন। এমন অনেক তারকারা আছেন যারা বাংলা ছবি (Tollywood Industry) দিয়ে নিজেদের কেরিয়ার শুরু করে আজ বলিউডে (Bollywood) নিজেদের স্থান পাকা করে ফেলেছেন। আজ বংট্রেন্ডের পর্দায় এমন কিছু তারকাদের সম্পর্কে আপনাদের জানাব।

রানী মুখোপাধ্যায় (Rani Mukherjee) :

   

রানী মুখার্জী Rani Mukherjee

বলিউডের অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবিতে তিনি করেছিলেন তিনি। ছবিতে টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেছিলেন রানী। এরপর ১৯৯৭ সালে বলিউডের ছবি ‘রাজা কি আয়েগী বারাত’ দিয়ে হিন্দি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) :

Rani Mukherjee,Sharmila Tagore,Rakhi Gulzar,Soha Ali Khan,Vidya Balan,Kankana Sen Sharma,Radhika Apte,Bollywood Gossip,রানী মুখার্জী,শর্মিলা ঠাকুর,রাখি গুলজার,সোহা আলি খান,বিদ্যা বালান,কঙ্কনা সেন শর্মা,রাধিকা আপ্তে,বলিউড গসিপ,Tollywood to Bollywood,Bollywood actress first movie in tollywood

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা পরিচালকদের মধ্যে অন্যতম সত্যজিৎ রায়। ১৯৬০ সালে তাঁর ‘আপুর সংসার’ ছবি দিয়েই শুরু হয়েছিল অভিনেত্রীর অভিনয়ের কেরিয়ার। প্রথম ছবিটিই আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছিল।

রাখি গুলজার (Rakhi Gulzar) :

Rakhi Gulzar

বলিউডের অভিনেত্রী রাখি গুলজার সকলের কাছেই পরিচিত। অভিনেত্রী ১৯৭০ সালে ধর্মদ্র এর সাথে জুটি বেঁধে ‘জীবন মৃত্যু’ ছবি দিয়ে বলিউডের যাত্রা শুরু করেছিলেন। তবে এর আগে ১৯৬৭ সালে প্রথম বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘বধূ বরণ’ নামক বাংলা ছবি দিয়েই শুরু হয়েছিল রাখি গুলজারের অভিনয়ে যাত্রা।

সোহা আলী খান (Soha Ali Khan) :

Rani Mukherjee,Sharmila Tagore,Rakhi Gulzar,Soha Ali Khan,Vidya Balan,Kankana Sen Sharma,Radhika Apte,Bollywood Gossip,রানী মুখার্জী,শর্মিলা ঠাকুর,রাখি গুলজার,সোহা আলি খান,বিদ্যা বালান,কঙ্কনা সেন শর্মা,রাধিকা আপ্তে,বলিউড গসিপ,Tollywood to Bollywood,Bollywood actress first movie in tollywood

টলিউড বলিউড থেকে হলিউডে পর্যন্ত কাজ করেছেন সোহা আলী খান। শর্মিলা ঠাকুরেরই মেয়ে সোহা আলী খান। অভিনেত্রী অঞ্জন দাসের ছবি ‘ইতি শ্রীকান্ত’ দিয়েই অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। এই ছবি দিয়েই বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা নিজের অভিনয়ের কেরিয়ারের শুরু করেছিলেন। তিনি হলেন আদিল হুসেন।

বিদ্যা বালান (Vidya Balan) :

বিদ্যা বালন Vidya Balan

বলিউডের বাঙালি অভিনেত্রী হিসাযে বেশ পরিচিত বিদ্যা বালান। অভিনেত্রী মূলত হিন্দি ছবিতে কাজ করলেও তাঁর অভিনয় যাত্রার শুরুটা হয়েছিল বাংলা ছবি দিয়েই। ২০০৩ সালে ‘ভালো থেকো’ নামক বাংলা ছবি দিয়েই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এরপর বাঙালি পরিচালক প্রদীপ সরকারের তৈরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  কাহিনী অবলম্বনে তৈরী হিন্দি ছবি ‘পরিণীতা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন।

কঙ্গনা সেন শর্মা (Kankana Sen Sharma) :

Rani Mukherjee,Sharmila Tagore,Rakhi Gulzar,Soha Ali Khan,Vidya Balan,Kankana Sen Sharma,Radhika Apte,Bollywood Gossip,রানী মুখার্জী,শর্মিলা ঠাকুর,রাখি গুলজার,সোহা আলি খান,বিদ্যা বালান,কঙ্কনা সেন শর্মা,রাধিকা আপ্তে,বলিউড গসিপ,Tollywood to Bollywood,Bollywood actress first movie in tollywood

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন কন্যা কঙ্কনা সেন শর্মা। বর্তমানে  হিসেবে বেশ পরিচিত তিনি। তবে অভিনেত্রী বাংলা ছবি দিয়েই নিজের অভিনয়ের কাজ শুরু করেছিলেন। অবশ্য নিজের মায়ের পরিচালনায় নয়। বরং সুব্রত সেন পরিচালিত ‘এক যে আছে কন্যা’ ছবিতে প্রথমবার কাজ করেছিলেন কঙ্কনা সেন শ্রম।

রাধিকা আপ্তে (Radhika Apte) :

Radhika Apte রাধিকা আপ্তে

বলিউডের চর্চিত অভিনেত্রী রাধিকা আপ্তে। তাকে নিয়ে বি টাউনে চর্চা কম হয় না। অভিনেত্রী জন্মসূত্রে মারাঠি হলেও প্রথম কাজ করেন বাংলায়। বিখ্যাত বাংলা ছবি ‘অন্তহীন’ এ প্রথম আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। বর্তমানে বলিউডের সিনেমা থেকে ওটিটি প্লাটফর্মে রীতিমত ঝড় তুলছেন তিনি।

site