টলিউডের (Tollywood) বর্তমান অবস্থা খুব একটা ভালো না হলেও, একসময় এমন ছিল যে এখানে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন বলিউডের শিল্পীরাও। সেই সাদা-কালো সিনেমার সময় থেকেই বাংলা ছবিতে কাজ করেছেন বহু বলিউড অভিনেত্রী (Bollywood actresses)। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে তাঁর মেয়ে সোহা আলি খান, এই লিস্টে নাম রয়েছে বলিউডের বহু নামী অভিনেত্রীর। আজকের প্রতিবেদনে এমনই ৮ অভিনেত্রীর নাম তুলে ধরা হল যাদের কেরিয়ার তৈরি করেছে এই টলিউড (Tollywood)।
শর্মিলা ঠাকুর, ‘অপুর সংসার’ (Sharmila Tagore) – সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র শেষ ছবি হল এটি। এই কালজয়ী ছবির হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন শর্মিলা ঠাকুর। জানিয়ে রাখি, ‘অপুর সংসার’ দর্শকদের মন তো জয় করেছিলই, সেই সঙ্গেই জিতে নিয়েছিল ৩টি আন্তর্জাতিক পুরস্কারও।
রাখি গুলজার, ‘বধূ বরণ’ (Rakhee Gulzar) – বলিউডের নামী অভিনেত্রী রাখিও কিন্তু টলিউডের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত দিলীপ নাগ পরিচালিত ছবি ‘বধূ বরণ’এর হাত ধরে বড়পর্দায় ডেবিউ হয়েছিল তাঁর। এরপরই রাজশ্রী প্রোডাকশনের ‘জীবন মৃত্যু’র হাত ধরে বলিউডেও কাজের সুযোগ পেয়ে যান তিনি।
রানী মুখার্জি, ‘বিয়ের ফুল’ (Rani Mukerji) – বলিউড কাঁপানো অভিনেত্রী রানীও কিন্তু নিজের কেরিয়ার শুরু করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই। ‘বিয়ের ফুল’ ছবিতে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রানীর রসায়ন এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। জানিয়ে রাখি, এই সুপারহিট ছবিটি পরিচালনা করেছিলেন তাঁর বাবা রাম মুখার্জি।
বিদ্যা বালান, ‘ভালো থেকো’ (Vidya Balan) – জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘ভালো থেকো’য় আনন্দির চরিত্রে অভিনয় করেছিলেন বলি সুন্দরী বিদ্যা। সেখানে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। জানিয়ে রাখি, এই ছবির হাত ধরেই নিজের কেরিয়ারের প্রথম ‘সেরা অভিনেত্রী’ পুরস্কারও অর্জন করেছিলেন বিদ্যা।
সোহা আলি খান, ‘ইতি শ্রীকান্ত’ (Soha Ali Khan) – শুধুমাত্র শর্মিলাই নন, তাঁর মেয়ে সোহার নামও রয়েছে এই তালিকায়। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইতি শ্রীকান্ত’র হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘শ্রীকান্ত’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবিতে প্রশংসিত হয়েছিল সোহার অভিনয়।
কঙ্কনা সেন শর্মা, ‘এক যে আছে কন্যা’ (Konkona Sen Sharma) – অপর্ণা সেনের কন্যা কঙ্কনা বলিউডের পরিচিত মুখ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামী সিরিজ, সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই কঙ্কনাই ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সুব্রত সেন পরিচালিত ‘এক যে আছে কন্যা’য় অভিনয় করেছেন। একজন অবসেসড মেয়ে রিয়ার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
রাধিকা আপ্তে, ‘অন্তহীন’ (Radhika Apte) – রাধিকা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কেরিয়ারে বহু বাংলা সিনেমায় অভিনয় করেছেন। সেই লিস্টে নাম রয়েছে ‘অন্তহীন’, ‘রূপকথা নয়’, ‘পেন্ডুলাম’ সহ বহু ছবির।
তবে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’এ বাংলা সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রাধিকা। সেই ছবিতে তাঁর অভিনয় বাঙালি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল।