• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন লুকস তেমনি অভিনয়, এক কথায় বং ক্রাশ! দর্শকদের মতে বাংলা সিরিয়ালের সেরা নায়ক এই ৭ তারকারা

Published on:

সিরিয়ালের অভিনেতা,বাংলা সিরিয়াল,Bengali Mega Serial,শেখ রেজওয়ান রাব্বানী,Sheikh Rezwan Rabbani,হানি বাফানা,Honey Bafna,প্রতীক সেন,Pratik Sen,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,ইন্দ্রজিৎ বসু,Indrajeet Basu,শন ব্যানার্জী,Sea Banerjee

প্রতিদিনের ব্যস্ত জীবনের বিনোদনের স্বাদ পেতে বাঙালি দর্শকদের গো টু ডেসটিনেশন সিরিয়াল (Bengali Mega Serial)। বিভিন্ন চ্যানেলে একাধিক বাংলা সিরিয়াল সম্প্রচারিত হয়। সেখানেই জম্পেশ কাহিনী থেকে নায়ক নায়িকাদের দুর্দান্ত অভিনয় দেখতে ভালোই লাগে সকলের। তবে সিরিয়ালের কিছু নায়ক নায়িকাদের (actor) একটু বেশিই ভালোবেসে ফেলেন দর্শকেরা, তাই পর্দার বাইরেও তাদের নিয়ে চর্চা থাকে অব্যাহত।

টেলিভিশনের পর্দায় মূলত নারীকেন্দ্রিক সিরিয়াল চোখে পরে। তবে পর্দার নায়কদের নিয়ে কিন্তু চর্চা কম হয় না। বিশেষ করে মহিলারা রীতিমত ক্রাশ খেয়ে বসেন সিরিয়ালের নায়কদের দেখে। সম্প্রতি টেলিভিশনের অভিনেতাদের মধ্যে সেরা কে সেই নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার এই লিস্ট।

Sean Banerjee opens up about his love life

শন ব্যানার্জী (Sea Banerjee) : টেলিভিশনের জগতে শন ব্যানার্জী বেশ জনপ্রিয় একটি মুখ। একসময় ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘মন ফাগুন’ এও তাঁর অভিনয় নজর কেড়েছে। তবে এই মুহূর্তে মন ফাগুন শেষ হয়ে যাওয়ায় আর পর্দায় দেখা যাচ্ছে না তাকে।

Indrajeet Bose

ইন্দ্রজিৎ বসু (Indrajeet Basu) : টেলি দুনিয়ার বেশ পুরোনো অভিনেতা ইন্দ্রজিৎ বসু। বহু বছর ধরে ছোটপর্দার সাথে যুক্ত রয়েছে তিনি। ‘রাশি’ সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘গোয়েন্দা গিন্নি’ তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর ষ্টার জলসার ধ্রুবতারা সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেতাকে। দর্শকরা আবারও নতুন চরিত্রে তাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

সিরিয়ালের অভিনেতা,বাংলা সিরিয়াল,Bengali Mega Serial,শেখ রেজওয়ান রাব্বানী,Sheikh Rezwan Rabbani,হানি বাফানা,Honey Bafna,প্রতীক সেন,Pratik Sen,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,ইন্দ্রজিৎ বসু,Indrajeet Basu,শন ব্যানার্জী,Sea Banerjee

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে মথুরের চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি পেয়েছিলেন অভিনেতা। এরপর ষ্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে সোলাঙ্কি এর বিপরিতে দেখা যাচ্ছে তাকে। দুর্দান্ত অভিনয় থেকে হ্যান্ডসাম লুকে দর্শকদের প্রিয় অভিনেতাদের মধ্যে একজন তিনি।

সিরিয়ালের অভিনেতা,বাংলা সিরিয়াল,Bengali Mega Serial,শেখ রেজওয়ান রাব্বানী,Sheikh Rezwan Rabbani,হানি বাফানা,Honey Bafna,প্রতীক সেন,Pratik Sen,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,ইন্দ্রজিৎ বসু,Indrajeet Basu,শন ব্যানার্জী,Sea Banerjee

প্রতীক সেন (Pratik Sen) : সিরিয়াল প্রেমীদের কাছে শঙ্খ স্যার নামটা বেশ পরিচিত। ‘মোহর’ সিরিয়ালে শঙ্খ স্যারের চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন। সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন। তবে শুধু এই সিরিয়াল নয় এছাড়াও ‘খোকাবাবু’ তেও দেখা গিয়েছিল তাকে। বর্তমানে ষ্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে সাহেবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা।

Honey Bafna

হানি বাফানা (Honey Bafna) : বাংলা সিরিয়ালের হ্যান্ডসাম নায়কদের  কথা বলতে গেলে ‘বকুল কথা’ সিরিয়ালের অভিনেতাকে কি আর মিস কার যায়! এছাড়াও ‘প্রথম কাদম্বিনী’ ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন তিনি। হানি বাফানাকে শেষ দেখা গিয়েছিল ‘গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়ালে। আশা করা হয় হয়তো শীঘ্রই আবারও নতুন চরিত্রে দেখা মিলবে অভিনেতার।

Hritojeet Chatterjee

হৃতজিৎ চ্যাটার্জী (Hritojeet Chatterjee) : ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি হল ‘লালকুঠি’। সিরিয়ালের মূল চরিত্র রাহুল-রুকমা ছাড়াও আরও এক নায়ক রয়েছেন যিনি বেশ জনপ্রিয়। তিনি হলেন হৃতজিৎ চ্যাটার্জী। এর আগে ‘আমার দূর্গা’ সিরিয়ালেও দেখ গিয়েছিল তাকে।

Sheikh Rezwan Rabbani

শেখ রেজওয়ান রাব্বানী (Sheikh Rezwan Rabbani) : দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশনের সাথে যুক্ত শেখ রেজওয়ান রাব্বানী। ‘সাঁঝের বাতি’, ‘আঁচল’, ‘চোখের বালি’ ইত্যাদি ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় মন করেছিল দর্শকদের। বর্তমানে অভিনেতা ষ্টার জলসার ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে ইন্দ্রানী পালের বিপরীতে অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥