• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের মত প্লাস্টিক সুন্দরী নয়, মেকআপ ছাড়াই স্বর্গের অপ্সরাদের মত সুন্দর এই ৭ দক্ষিণী অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের (South Indian Actress) জনপ্রিয়তা আস্তে আস্তে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। দক্ষিণী সিনেমার সাফল্যের সঙ্গেই সাউথের তারকাদের খ্যাতি, জনপ্রিয়তাও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) মতো সাউথ অভিনেত্রীরা এখন গোটা দেশের কাছে পরিচিত মুখ হয়ে গিয়েছেন। আজকের প্রতিবেদনে দক্ষিণের এমনই ৭ সুন্দরী নায়িকার বিনা মেক আপের (Without Makeup) ছবি তুলে ধরা হল যা দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- ‘ও আন্থাভা’ গানে নেচে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছেন সামান্থা। ইতিমধ্যেই হলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। সেই সামান্থাকে বিনা মেক আপেও কিন্তু একই রকম সুন্দরী দেখতে।

   

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu without makeup, Samantha Ruth Prabhu no makeup look

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)- ‘পুষ্পা’ অভিনেত্রী রশ্মিকা ‘ন্যাশানাল ক্রাশ’ তকমা আদায় করে নিয়েছেন। এই দেশের অনেক পুরুষের হৃদয় হরণ করেছেন তিনি। সেই রশ্মিকাকেও কিন্তু মেক আপ ছাড়া অপ্সরাদের মতোই দেখতে লাগে।

Rashmika Mandanna, Rashmika Mandanna no makeup look, Rashmika Mandanna without makeup

সাই পল্লবী (Sai Pallavi)- দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর নামও তালিকায় রয়েছে। শোনা যায়, সাই পল্লবী এমনিতেই মেক আপ করতে খুব একটা ভালোবাসেন না। নিজের চোখেই দেখে নিন সেই অভিনেত্রীকে মেক আপ ঠিক কতখানি সুন্দর লাগে।

Sai Pallavi, Sai Pallavi no makeup look, Sai Pallavi without makeup

পূজা হেগড়ে (Pooja Hegde)- বলি সুপারস্টার সলমন খানের চর্চিত প্রেমিকা পূজার নামও তালিকায় রয়েছে। মেক আপ ছাড়া পূজাকেও কিন্তু কোনও অপ্সরার থেকে কম লাগে না, তাই না?

Pooja Hegde, Pooja Hegde no makeup look, Pooja Hegde without makeup

অনুষ্কা শেট্টি (Anushka Shetty)- ‘বাহুবলী’ সিনেমায় দেবসেনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শেট্টি। রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্কাকে মেক আপ ছাড়াও কিন্তু একই রকম সুন্দরী দেখতে।

Anushka Shetty, Anushka Shetty no makeup look, Anushka Shetty without makeup

কাজল আগরওয়াল (Kajal Aggarwal)- দক্ষিণী সুন্দরী কাজল আগরওয়ালের নামও তালিকায় রয়েছে। ‘সিংঘম’ নায়িকাকে মেক আপ নিয়ে যতখানি সুন্দরী দেখতে, মেক আপ ছাড়া তার চেয়েও বেশি সুন্দর লাগে।

Kajal Aggarwal, Kajal Aggarwal no makeup look, Kajal Aggarwal without makeup

নয়নতারা (Nayanthara)- সাউথের ‘লেডি সুপারস্টার’ নামে খ্যাত নয়নতারার নামও তালিকায় রয়েছে। শীঘ্রই শাহরুখ খানের হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি।

Nayanthara, Nayanthara no makeup look, Nayanthara without makeup

‘কিং খানের’ আগামী সিনেমা ‘জওয়ান’র নায়িকা হিসেবে দেখা যাবে নয়নতারাকে। মেক আপ ছাড়াও সেই অভিনেত্রীকে কিন্তু দারুণ দেখতে।

site