• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নব্বইয়ের দশকে কাঁপিয়েছেন রুপোলি পর্দা, এখনও ফিকে হয়নি জাদু! OTT কামব্যাক করেছেন এই ৭ নায়িকা

Published on:

Bollywood Actress come to OTT

এই মুহূর্তে যত বড় সিনেমাপ্রেমী মানুষকেই জিজ্ঞেস করা হোক না কেন, ওটিটি (OTT) যে বিনোদন দুনিয়ার ভবিষ্যৎ সেকথা তিনি অস্বীকার করবেন না। আর একথা ভালো মতোই বুঝে গিয়েছেন চলচ্চিত্র তারকারাও। সম্প্রতি যেমন সুপারস্টার কাজলের ওটিটি ডেবিউর কথা জানা গিয়েছে। তবে তিনিই প্রথম নয়, এর আগেও নব্বইয়ের দশকের বহু নামী নায়িকা (90’S actresses) ওটিটি ডেবিউ করে ফেলেছেন এবং সেখানে চুটিয়ে কাজ করছেন।

করিশ্মা কাপুর (Karishma Kapoor)- ১৭ বছর বয়সে ফিল্ম কেরিয়ার শুরু হয়েছিলেন রণধীর কাপুরের কন্যার। তিনি নব্বইয়ের দশকের প্রথম অভিনেত্রী হিসেবে ওটিটি ডেবিউ করেন। ‘মেন্টালহুড’এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন করিশ্মা। সেটি খুব বেশি জনপ্রিয়তা না পেলেও, এবার একটি দুর্দান্ত প্রোজেক্ট নিয়ে ওটিটিতে রাজ করতে আসছেন তিনি।

Karishma Kapoor

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- বলিউডের ‘মস্ত মস্ত গার্ল’ও ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে দিয়েছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরণ্যক’ সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রবীনাকে। সেই সিরিজে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

Raveena Tandon

সুস্মিতা সেন (Sushmita Sen)- সুপারহিট ওয়েব সিরিজ ‘আরিয়া’র হাত ধরে ওটিটি দুনিয়ায় পা রেখেছেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলি সুন্দরী। তিনি ছাড়াও এই সিরিজে চন্দ্রচূড় সিং, সিকন্দর খেরের মতো অভিনেতারা রয়েছেন। এই সিরিজের প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনও সুপারহিট হয়েছে।

Sushmita Sen

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- বলিউডের ‘ধক ধক গার্ল’ও কিন্তু পিছিয়ে নেই। বলিউড কাঁপানোর পর এবার ওটিটির দুনিয়াতেও পা রেখে ফেলেছেন তিনি। ‘দ্য ফেম গেম’এর মাধ্যমে ওটিটি ডেবিউ হয়েছে মাধুরীর।

Madhuri Dixit

সোনালী বেন্দ্রে (Sonali Bendre)- ‘দ্য ব্রোকেন নিউজ’এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে ফেলেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। এই সিরিজে তিনি ছাড়াও জয়দীপ অহলাবত, কিরণ কুমারের মতো শিল্পীরা অভিনয় করেছেন।

Sonali Bendre

জুহি চাওলা (Juhi Chawla)- বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে ‘হাস হাস’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে। এটি একটি মহিলা কেন্দ্রি সিরিজ হতে চলেছেন। জুহি ছাড়াও এই সিরিজে সোহা আলি খান, করিশ্মা তান্না, আয়েশা জুলকা, কৃতিকা কাওরা এবং শাহানা গোস্বামীকে দেখা যাবে।

Juhi Chawla

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এর মাধ্যমে ওটিটি ডেবিউ হবে শিল্পার। বলিউডের এই নামী অভিনেত্রী ছাড়াও এই সিরিজে সিদ্ধার্থ মলহোত্রা এবং বিবেক ওবেরয়কে দেখা যাবে।

Shilpa Shetty

শীঘ্রই একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সিরিজটি। দর্শকরা আপাতত এই সিরিজটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥