সারা সপ্তাহের সম্প্রচারের পর সেরা বাংলা সিরিয়াল (Bengali Serial) হল কে? প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এলেই এই একটি প্রশ্নই ঘুরপাক খায় সিরিয়াল প্রেমী দর্শকদের মনে। সারা সপ্তাহ ধরে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha)- বাংলার এই দুই বিনোদনমূলক চ্যানেলের মধ্যে জোর লড়াই চলে। অবশেষ প্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হল রেজাল্ট তথা টিআরপি তালিকা (Target Rating Point)। এই সপ্তাহেও অন্যথা হল না।
গত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় (TRP List) একাধিপত্য স্থাপন করেছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চ্যানেল টপার হওয়া তো বটেই, একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। মাঝে অবশ্য কয়েকবার কয়েকবার সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ‘গৌরী এলো’র (Gouri Elo) মতো কিছু ধারাবাহিক। তবে এই সপ্তাহে সেটা হল না। ৮.৬ নম্বর পেয়ে চলতি সপ্তাহে বঙ্গসেরা হয়েছে সূর্য-দীপার ধারাবাহিক।
শুরু হওয়ার পর থেকেই কামাল দেখাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ৭.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে এই সিরিয়াল। তৃতীয় স্থানে রয়েছে গোয়েন্দা জ্যাস সান্যালের কাহিনী ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৭.৫।
তবে এই সপ্তাহে সবচেয়ে বড় চমক দেখিয়েছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’। মাস খানেক ধরে এই সিরিয়াল শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সপ্তাহে ছক্কা হাঁকিয়েছে শঙ্কর-ঐশানীর ধারাবাহিক। ৭.১ নম্বর নিয়ে সোজা চতুর্থ স্থানে চলে এসেছে এই সিরিয়াল।
খুব একটা পিছিয়ে নেই পাখি-কুশের ‘রাঙা বউ’ এবং বিক্রম-ইন্দিরার ‘বাংলা মিডিয়াম’। ৬.৬ নম্বর পেয়ে যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে এই সিরিয়াল। চলতি সপ্তাহের টপ ফাইভ সিরিয়ালের নাম জেনে নেওয়ার পর এবার চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের নাম।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List Of Top 10 Bengali Serial)
অনুরাগের ছোঁয়া- ৮.৬ (প্রথম)
ফুলকি- ৭.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৭.৫ (তৃতীয়)
হরগৌরী পাইস হোটেল- ৭.১
রাঙা বউ/বাংলা মিডিয়াম- ৬.৭
নিম ফুলের মধু- ৬.৬
পঞ্চমী- ৬.০
সোহাগ জল- ৫.৫
এক্কাদোক্কা- ৫.৩
সন্ধ্যাতারা- ৫.১
টিআরপির তালিকায় প্রথম দশের মধ্যে নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে স্থান করে নিয়েছে ‘ফুলকি’ এবং ‘সন্ধ্যাতারা’। তবে স্থান পায়নি ‘তুঁতে’। দেখা যাক, তুঁতে-রঙ্গনের কাহিনী আগামী সপ্তাহে প্রথম দশের মধ্যে স্থান করে নিতে পারে কিনা।