বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য বৃহস্পতিবার দিনটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla)সব ধারাবাহিকের জনপ্রিয়তার মাপকাঠি Target Rating Point এর তালিকা আজকের দিনেই প্রকাশ হয়। তাই সাপ্তাহিক TRP তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন অনেকেই। ইতিমধ্যেই এসপ্তাহের নতুন লিস্ট বেরিয়ে গিয়েছে।
বিগত কয়েকমাস বা বলা ভালো গত বছরের শেষ থেকেই টিআরপি তালিকা দাঁপিয়েছিল ষ্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। তবে ধীরে ধীরে একঘেয়ে ট্র্যাকার জেরে সেই দাপট এখন কমেছে অনেকটাই। সূর্য-দীপার মিলন আজ অসম্পূর্ন সেই নিয়ে দর্শকদের মাঝেও ক্ষোভ রয়েছে। যার জেরে বাকিদের নম্বর বেড়েছে অনেকটাই। তাহলে কি হল এবার? কে হল বাংলার নতুন টিআরপি টপার?
সদ্য প্রকাশিত TRP তালিকায় অনুরাগের ছোঁয়া প্রথম স্থানে রয়েছে ঠিকই। তবে দুর্দান্ত পারফর্ম করে জগদ্ধাত্রীও (Jagaddhatri) ভাগ বসিয়েছে সেরার সিংহাসনে। এসপ্তাহে ৮ পয়েন্টে যুগ্ম টিআরপি টপার অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী। এর ঠিক পরেই রয়েছে নিম ফুলের মধু ও গৌরী এলো দুজনেই ৭.২ পয়েন্টে দ্বিতীয় স্থান পেয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি, প্রাপ্ত পয়েন্ট ৬.৭। অন্যদিকে শুরুতে কমজোর হলেও এবার জব্বর পর্বে জনপ্রিয়তা বেড়েছে রাঙা বউয়ের, এবারে ৬.২ পয়েন্ট পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। তারপর রয়েছে বাংলার নাগিন সিরিয়াল অর্থাৎ পঞ্চমী। এসপ্তাহে পঞ্চমীর ঝুলিতে রয়েছে ৬.১ পয়েন্ট। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী – ৮.০ (প্রথম)
নিম ফুলের মধু, গৌরী এলো – ৭.২ (দ্বিতীয়)
খেলনা বাড়ি – ৬.৭ (তৃতীয়)
রাঙা বউ – ৬.২
পঞ্চমী – ৬.১
মেয়েবেলা – ৫.৮
গাঁটছড়া, বাংলা মিডিয়াম – ৫.৫
মিঠাই – ৫.৩
এক্কা দোক্কা – ৫.২
সোহাগ জল- ৪.৯
নতুন তালিকা দেখলেই বোঝা যাচ্ছে নম্বর প্রত্যেকেরই অনেকটা কমেছে। তবে বেশ কিছু সিরিয়াল বাকিদের টেক্কা দিয়েছে সেটাও লক্ষ্যণীয়। এই সপ্তাহেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল মুকুট। আর ওপেনিংয়ের সপ্তাহেই ৪.১ পয়েন্টে যথেষ্ট ভালো পারফর্ম করেছে সিরিয়ালটি।
এছাড়াও নন ফিকশন রিয়েলিটি শোয়ের মধ্যে ডান্স বাংলা ডান্স ৬.১ ও সুপার সিঙ্গার সিজেন ৪ ৩.৯ পয়েন্ট পেয়েছে। জানা যাচ্ছে শীঘ্রই শুরু হতে চলেছে সব্যসাচী চৌধুরীর সিরিয়াল রামপ্রসাদ। প্রসঙ্গত, বলে রাখা ভালো ক্রিকেট টুর্নামেন্ট IPL চালু হয়েছে গত সপ্তাহ থেকেই, সেই কারণেই টিআরপি পয়েন্ট অনেকেরই বেশ কিছুটা কমে গিয়েছে।