বিয়ে (Marriage) হল এমন একটা জিনিস যেটা সাধারণত মানুষের জীবনে একবারই ঘটে। বিয়েকে জন্ম জন্মান্তরের সম্পর্ক বলেই মানা হয়। তবে আজকাল সেকথা নিছক উপহাসে পরিণত হয়েছে। আজকাল অনেক সময়েই দেখা যায় এক দু বছর যেতে না যেতেই ভেঙে যায় বিয়ে। অনেকেই একাধিকবার বিয়ে করেন। এমনকি এমনও উদাহরণ রয়েছে যেখানে বিয়ে করেই রেকর্ড করেছেন কিছু মানুষ।
আসুন তাহলে জেনে নেওয়া যাক এক আজব ঘটনার কথা। ঘটনাটা হল গুজরাটের সুরত (Surat, Gujrat) নামের এক গ্রামের। সেখানে ৬৩ বছরের এক কৃষক নিজের জন্য পাত্রী সন্ধান করছেন। আপনি হয়তো ভাববেন সকলেই তো নিজের জন্য পাত্রীর খোঁজ করে, এবার নতুন কি! তবে, ইনি একটু বয়সকালে খোঁজ করছেন বটে। আসলে ব্যাপারটা তেমন নয়, ৬৩ বছরের এই কৃষক এর আগেও ৬ বার বিয়ে করেছেন। বর্তমানে ৭ নম্বর বিয়ের জন্য পাত্রী খুঁজছেন তিনি।
কি বিশ্বাস হচ্ছে না? শুনতে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি। আয়ুব দেগিয়া (Ayub Degiya) নামের সুরতের এই কৃষক লকডাউন শেষ হবার পর ২০২০ এর সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বার বিয়ে করেন। আয়ুব তার থেকে ২১ বছরের ছোট মেয়ের সাথে ষষ্ঠ বার বিয়ে করেছিলেন। কিন্তু গত বছর ডিসেম্বর মাসেই তারা দুজনে আলাদা হয়ে যান।
আর আলাদা হবার কারণ হিসাবে যেমনটা জানা যাচ্ছে আয়ুবের ষষ্ঠ স্ত্রী তার সাথে যৌন মিলন অস্বীকার করেছিলেন। অর্থাৎ ওই মহিলা নিজের থেকে ২১ বছরের বেশি বয়সী স্বামীর সাথে শারীরিক সম্পর্কে জড়িত হতে চাননি। তার কারণ আয়ুব ডায়াবেটিস, হার্টের অসুখ ছাড়াও আরো অন্যান্য রোগে ভুগছিলেন। আর তার ষষ্ঠ স্ত্রীর ভয় ছিল যে তিনিও সংক্রমিত হয়ে পড়বেন। আর এই কারণেই গত বছরের ডিসেম্বর মাস থেকে আলাদা হয়ে যান।
যেমনটা জানা যাচ্ছে, আয়ুবের ষষ্ঠ স্ত্রী তার বিরুদ্ধে ৪৯৮ এ ধারায় মামলা দায়ের করেছেন। তার কারণ আয়ুবের প্রথম স্ত্রী এখনো জীবিত আছে, এবং একই গ্রামে বাস করে ৫ সন্তানকে নিয়ে। সাথে আয়ুব এর আগে ৫ বার বিয়ে করেছে এই সমস্ত কথা গোপন করে আয়ুব তাকে বিয়ে করে। ওই মহিলা একজন বিধবা ছিলেন, তাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েই বিয়ে করেছিল আয়ুব কিন্তু সেটা যে মিথ্যা তা বুঝতে পেরেই আলাদা হয়ে যান ওই মহিলা।