বাঙালির সর্বকালের ছুটির ঠিকানা দিঘা (Digha)। প্রায় সারা বছরই দিঘা জমজমাট হয়ে থাকে পর্যটকদের ভিড়ে। পর্যটন ছাড়া দিঘার মানুষদের মূল জীবিকা হল মাছ ধরা। সেখানে সমুদ্র থেকে প্রতিদিন টন টন মাছ ধরে আনে মৎসজীবীরা। আর মাছ ধরতে গিয়ে মাঝে মধ্যেই বড়সড় মাছও উদ্ধার হয়, যা বেশ চড়া দামে বিক্রি হয়। মাঝে মধ্যেই ৫০-১০০ কেজি ওজনের মাছ ধরা পরে জালে।
কিন্তু, এদিন দিঘায় মৎসজীবীদের জালে উঠে এসেছে ৬০০ কেজির হাঙ্গর মাছ (600 KG Fish)। বিশালাকার এই মাছ ধরতে পেরে বেশ খুশি মৎসজীবীরা। কারণ, এই ধরণের বড় মাছ বেশ ভালো দামে বিক্রি হয়। আর হলও তাই। বিশালাকৃতির এই হাঙ্গর মাছটিকে ধরে নিমালের জন্য মোহনায় নিয়ে আসা হয়। সেখানেই মাছটি নিলাম শুরু হয়।
বিশালাকার এই মাছটিকে দেখবার জন্য পর্যটকদের ভিড় জমে যায় মোহনা অঞ্চলে। অনেকেই জীবনে প্রথমবার এতো বিশাকালার মাছ দেখলেন। সেখানে উপস্থিত অনেকেই মাছটির ছবি তুলতে থাকেন। এরপর নিলাম শুরু হলে বেশ কিছুক্ষন ধরে দরাদরি চলে মাছটি নিয়ে।
শেষে ৮০০০০ টাকা দাম ধার্য করা হয় মাছটির জন্য। দিঘার সিরাজ খান নামের এক ব্যবসায়ী মাছটিকে ৮০০০০টাকার বিনিময়ে কিনে নেন।