• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুটি গুটি পায়ে ৬ পার! কাজললতা দিয়ে ডেবিউ করেই সফল অন্বেষা-দেবচন্দ্রিমা

Published on:

6 years of Annwesha Debchandrima's acting career

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেত্রী হলন অন্বেষা হাজরা এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Annwesha Hazra & Debchandrima Singharoy)। আজকের দিনেই দুজনের অভিনয় জীবনের বয়স হল ছয় বছর। আজ থেকে ৬ বছর আগে ২০১৭ সালে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কাজললতা’র (Kajallata) হাত ধরেই একসাথে ডেবিউ করেছিলেন তাঁরা।

বর্তমানে অন্বেষা অভিনয় করছেন স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’য় নায়িকা সন্ধ্যা চরিত্রে। অন্যদিকে ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর এখনও  পর্যন্ত কামব্যাক করেননি দেবচন্দ্রিমা। তবে ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন ওটিটি প্লাটফর্ম হইচই এর ওয়েব সিরিজ ‘হোমস্টে মার্ডার্স’এ। এছাড়া দেবচন্দ্রিমা ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একটি মিউজিক ভিডিওতেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,কাজলতা,Kajallata,৬ বছর,6 Year,অন্বেষা হাজরা,Annwesha Hazra,দেবচন্দ্রিমা সিংহরায়,Debchandrima Singharoy,অভিনয় জীবন,Acting Career

অভিনয় জীবনের ছয় বছর পূর্ণ করে এই বিশেষ দিনে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অন্বেষা লিখেছেন ‘আজ আমার ছয় বছর বয়স হলো। আশীর্বাদ করুন যাতে আমার অনেক বয়স হয়।’ প্রসঙ্গত ৬ বছরের এই অভিনয় জীবনে ‘কাজললতা’ সিরিয়াল কাজল চরিত্র দিয়ে ডেবিউ করার পর অন্বেষা একে একে অভিনয় করেছেন একাধিক সুপারহিট সিরিয়ালে।

তালিকায় রয়েছে ‘ঠাকুমার ঝুলি’, ‘ছুঁই পান্না’, এবং ‘এই পথ যদি না শেষ হয়’। ছোট পর্দায় চুটিয়ে সিরিয়াল করার পাশাপাশি অন্বেষা অভিনয় করেছেন ‘তুমি ও তুমি’, এবং ‘চিনি ২’ সিনেমায়। অন্যদিকে কাজলতার সাফল্যের পর দেবচন্দ্রিমাকেও আর ফায়ার তাকাতে হয়নি।

SandhyaTara Actress Annwesha Hazra opens up about real life relationship

ছোটপর্দার ‘লতা’র ঝুলিতেও রয়েছে একাধিক সুপারহিট সিরিয়াল। তার মধ্যে অন্যতম ‘টেক্কা রাজা বাদশা,’সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো সিরিয়াল।তবে স্টার জলসার পর্দায় সাহেবের চিঠি শেষ হওয়ার পর অনুরাগীরা আবার তাঁকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন।

Debchandrima Singha Roy, Debchandrima Singha Roy as villain

এছাড়া সবকিছু ঠিক থাকলে আগামী বড় পর্দাতেও ডেবিউ করবেন দেবচন্দ্রিমা। তাও আবার টলিউড সুপারস্টার জিতের সিনেমায়। এই সিনেমায় দেবচন্দ্রিমা জুটি বাঁধবেন  ‘বল্লভপুরের রাজবাড়ী’ খ্যাত সত্যম ভট্টাচার্যের সাথে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥