• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাউকে মাটি ছাড়তে রাজী নন অক্ষয় কুমার! ‘বচ্চন পান্ডে’, ‘রামসেতু’ সহ আসছে ৬ খানা সুপারহিট ছবি

কমেডি, অ্যাকশন থেকে রোম্যান্স সবেতেই সুপারহিট অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রতিবছরেই একাধিক সুপারহিট ছবি থাকে অভিনেতার ঝুলিতে। আর অভিনয়ের দৌলতেই কয়েকশো কোটির মালিক অক্ষয় কুমার। প্রতিবছর বছর বেড়েই চলেছে তাঁর সম্পত্তি। এমনকি করোনা কালেও সম্পত্তি ভালোই বেড়েছে তার। বলিউডের সব অভিনেতারা কোনোও রকমে বছরে একটি ছবি করলেও, অক্ষয় বছরে ৩ ৪ টে হিট ছবি দিয়ে থাকেন। তার হাতে কাজের অভাব কোনোকালেই হয়না।

নতুন বছরে বেশ কয়েকটি নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন অক্ষয় কুমার। জানা যাচ্ছে, খিলাড়ীর একগুচ্ছ নতুন ছবি এই বছর বা আগামী বছরের মধ্যেই মুক্তির অপেক্ষায় দিন গুনছে। আজ আমাদের আলোচ্য বিষয় হল অক্ষয়ের কোন কোন ছবি শিগগিরই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।

   

বচ্চন পান্ডে (Bachchan Pandey):

Akshay kumar,bachchan pandey,Bollywood,akshay kumar movies,prithwiraj,gorkha,Bollywood movies

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘বচ্চন পান্ডে’র প্রথম ঝলক। এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ১৮ ই ফেব্রুয়ারীই। অক্ষয়ের সাথে এই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী কৃতি স্যানন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ই মার্চ।

রাম সেতু (Ram Setu) :

Akshay kumar,bachchan pandey,Bollywood,akshay kumar movies,prithwiraj,gorkha,Bollywood movies

এদিকে ‘রাম সেতু’ ছবিরও শ্যুটিং শেষ করেছেন অক্ষয় কুমার। অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়েই এই ছবির বিষয়। চলতি বছর অক্টোবরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

পৃথ্বিরাজ (Prithwiraj) :

Akshay kumar,bachchan pandey,Bollywood,akshay kumar movies,prithwiraj,gorkha,Bollywood movies

ছবিটি মহান যোদ্ধা পৃথ্বিরাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, আর তার বিপরীতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড “মানুশি চিল্লার” অভিনয় করে বলিউডে অভিষেক করতে চলেছেন।

গোর্খা (Gorkha) :

Akshay kumar,bachchan pandey,Bollywood,akshay kumar movies,prithwiraj,gorkha,Bollywood movies

দেশাত্মবোধক ছবি গোর্খার শ্যুটিং খুব শিগগিরই অক্ষয় কুমার শুরু করবেন বলে জানা যাচ্ছে। ‘মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর’ ই বায়োপিক এই ছবি।

রক্ষা বন্ধন (Raksha bandhan) :

Akshay kumar,bachchan pandey,Bollywood,akshay kumar movies,prithwiraj,gorkha,Bollywood movies

“আনন্দ এল”. রাই এর ছবি রক্ষা বন্ধন অক্ষয়ের আসন্ন ছবি গুলির একটি, আশা করা যায় রাখি পূর্ণিমার দিনেই পর্দায় মুক্তি পাবে এই ছবি।