• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ পেতে হলে দিতে হবে শরীর! কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন এই ৬ দক্ষিণী অভিনেত্রী

Published on:

South Industry actress who spoke up against Casting Couch

বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ (Casting Couch) বিষয়টি একেবারেই নতুন নয়। বহুবার বহু শিল্পীকে এর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। বলিউডে (Bollywood) তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও (South Indian Industry) প্রচুর নামী নায়িকা কাজ পাওয়ার বিনিময়ে রাত কাটানোর মতো অশ্লীল প্রস্তাব পেয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৬ জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীর নাম তুলে ধরা হল যারা কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছেন।

নয়নতারা (Nayanthara) – শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির নায়িকা নয়নতারার নাম সবার প্রথমে রয়েছে। সম্প্রতি এই দক্ষিণী অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার বিনিময়ে তাঁকে অশ্লীল প্রস্তাব এসেছিল। যদিও সেই সকল অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

Nayanthara casting couch

রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) – বলিউডের এই নামী অভিনেত্রী দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিরও নামী নায়িকা। রাকুল একবার তেলেগু ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন। ‘ডক্টর জি’ অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে এমন কোনও প্রস্তাব না পেলেও তাঁর চেনাজানা অনেকে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।

Rakul Preet Singh casting couch

ঐশ্বর্য রাজেশ (Aishwarya Rajesh) – তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত নামী নায়িকা হলেন ঐশ্বর্য। তিনি একবার বলেছিলেন, কাস্টিং কাউচের প্রস্তাব ‘এগ্রিমেন্ট’, ‘কন্ট্র্যাক্ট’এর নামে দেওয়া হয়। সেই সঙ্গে অবশ্য এও জানিয়েছেন, আগে ইন্ডাস্ট্রিতে যতটা বেশি পরিমাণ কাস্টিং কাউচ ছিল, এখন অবশ্য তার চেয়ে অনেকটা কমেছে।

Aishwarya Rajesh casting couch

পার্বতী (Parvathy) – দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পার্বতী। তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র মালায়ালম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন।

Parvathy casting couch

ভারলক্ষ্মী (Varalaxmi) – জনপ্রিয় অভিনেতা শরৎকুমারের মেয়ে হওয়া সত্ত্বেও ভারলক্ষ্মী কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন। অভিনেত্রী জানান, ছবিতে নায়িকার চরিত্র পেতে গেলে পরিচালক-প্রযোজকদের ‘খুশি’ করার অফার পেয়েছিলেন তিনি। যদিও সেই সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা।

Varalaxmi Sarathkumar casting couch

অনুষ্কা শেট্টি (Anushka Shetty) – দর্শকদের একাংশের কাছে এখনও অনুষ্কার পরিচয় ‘বাহুবলী’ ছবির দেবসেনা হিসেবেই। সাউথের এই জনপ্রিয় অভিনেত্রী একবার তেলেগু ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য করেছিলেন।

Anushka Shetty casting couch

পর্দার দেবসেনা বলেছিলেন, ‘আমি স্বীকার করছি যে এটা তেলেগু ইন্ডাস্ট্রিতে হয়। কিন্তু আমি মুখের ওপর কথা বলে দিই বলে আমি এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হইনি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥