• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাক পড়ার চিন্তায় উড়েছে রাতের ঘুম? রইল ১ মাসে চুল গজানোর ঘরোয়া হেয়ার মাস্ক তৈরির পদ্ধতি

Published on:

6 hair masks to prevent hair fall

চুল ওঠার (Hair Fall) সমস্যার কথা এখন অনেক মানুষের মুখেই শোনা যায়। চুলের নিয়মিত পরিচর্যা না করা থেকে স্ট্রেস- নানান কারণে চুল ঝরতে পারে। এই সমস্যার মোকাবিলা করতে অনেকেই প্রচুর টাকা খরচ করে নানান ধরণের ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তবে সবক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না। আজকের প্রতিবেদনে তাই ৬টি ঘরোয়া হেয়ার মাস্ক (Hair Mask) বানানোর পদ্ধতি বলে দেওয়া হল, যা ব্যবহার করলে গায়েব হবে চুল ওঠার সমস্যা।

ডিমের হেয়ার মাস্ক (Egg hair mask)- ডিম যে চুলের জন্য উপকারী তা অনেকেই জানেন। তবে ডিমের সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে যদি হেয়ার মাস্ক বানিয়ে নেন তাহলে সেটি আরও বেশি কার্যকরী হয়। ডিম দিয়ে হেয়ার মাস্ক বানানোর জন্য ১টি ডিম, হাফ কাপ দুধ এবং ২ চামচ অলিভ অয়েল নিন। উপাদানগুলিকে ভালো করে মেশান। এরপর স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট মতো অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন।

Egg hair mask

দইয়ের হেয়ার মাস্ক (Curd hair mask)- এক কাপ দই, এক চামচ মধু এবং ১ চামচ তেল (নিজের পছন্দ মতো যে কোনও তেল) নিয়ে নিন। উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট মতো রেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দই ব্যবহার করলে একদিকে যেমন চুল ময়েশ্চারাইজ হয়, তেমনই হাইড্রেটেডও থাকে। ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল ওঠা বন্ধ হয়ে যায়।

Curd hair mask

গ্রিন টি হেয়ার মাস্ক (Green tea hair mask)- ৫ চামচ গ্রিন টি এবং ১ টি ডিমের কুসুম নিয়ে ভালো করে মেশান। ক্রিমি ভাব চলে এলে সেটি চুলে লাগিয়ে ফেলুন। ২০ মিনিট রাখার পর উষ্ণ গরম জলে শ্যাম্পু করে ধুয়ে নিন। গ্রিন টি ব্যবহার করলে স্ক্যাল্প ভালো থাকে। ফলে স্বাভাবিকভাবেই চুল ওঠাও বন্ধ হয়।

Green tea hair mask

কলার হেয়ার মাস্ক (Banana hair mask)- ২টি পাকা কলা, ১ চামচ মধু এবং ১ চামচ নারকেল তেল নিন। প্রথমে কলাগুলিকে ভালো করে ব্লেন্ড করুন। এরপর সেটির সঙ্গে তেল এবং মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট রেখে উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। কলা ব্যবহার করলে একদিনে যেমন চুল ওঠা বন্ধ হয়, তেমনই চুল ভেঙে যাওয়া, খুশকির সমস্যাও কমে। পাশাপাশি চুল শাইনও করে।

Banana hair mask

অ্যাভোকাডো হেয়ার মাস্ক (Avocado hair mask)- ১টি পাকা অ্যাভোকাডো, ১ চামচ আমন্ড অয়েল এবং ২-৩ চামচ দই নিন। উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা অবধি ভালো করে লাগান। ২০ মিনিট রেখে উষ্ণ গরম জল এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাভোকাডো ব্যবহার করলে চুলে জট পড়ে না, চুল ভেঙে যাওয়া বন্ধ হয়। সেই সঙ্গেই হাইড্রেটেডও থাকে।

Avocado hair mask

নিমের হেয়ার মাস্ক (Neem hair mask)- ১২-১৫টি নিম পাতা এবন ৫ চামচ নারকেল তেল নিন। নিম পাতাগুলিকে ধুয়ে বেটে নিন। এরপর জলের সঙ্গে সেটিকে মিশিয়ে নিন। সেই মিশ্রণের সঙ্গে নারকেল তেল যোগ করুন।

Neem hair mask

মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেটি চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে সেটি ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, ভিটামিন ই’য়ে ভরপুর নিম দিয়ে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করলে স্ক্যাল্পের ফুসকুড়ি কমে যায়। সেই সঙ্গে স্ক্যাল্প হাইড্রেটেড থাকে। যার ফলে চুল ওঠা বন্ধ হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥