• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতি সুপারস্টার হয়েও ভোলেননি ভারতীয় সংস্কার, বড়দের পা ছুঁয়ে প্রণাম করেন এই ৬ বলি তারকারা

একেবারে ছোট থেকেই বাবা মায়েরা সন্তানদের সেখান বড়দের সন্মান (Respect Elders) করতে। বড়দের সন্মান করা বা মর্যাদা দিতে সবার আগে তাঁদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। আমাদের সমানে এই সংস্কার বহুদিন ধরেই চলে আসছে। তবে অনেক সময় লোকে টাকার গরমে বড়দের সন্মান জানাতে পর্যন্ত ভুলে যান। যেটা একেবারেই উচিত নয়!

বিনোদনের জগত বলিউডেও (Bollywood) এমন অনেক অভিনেতারা রয়েছন যারা কোটিপতি হলেও সমাজের এই নূন্যতম সংস্কার বোধ মেনে চলেন। বয়সে বড় অভিনেতাদের পায়ে হাত দিয়েই প্রণাম করেন। এমন দৃশ্য বহুবার দেখা গিয়েছে বলিউডে। আজ আপনাদের এমন ছয় অভিনেতাদের সাথে পরিচয় করবো যারা বয়সে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম জানান।

   

১. অক্ষয় কুমার (Akshay Kumar)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয়  কুমারকে সকলেই চেনেন। বছরে একাধিক সুপারহিট ছবি উপহার দেন তিনি। যার জেরে ব্যাপক জনপ্রিয়তা থেকে কয়েকশো কোটি টাকা উপার্জন করেন তিনি। তবে এতবড় সুপারস্টার হলেও মাটির মানুষ অক্ষয় কুমার। বড়দের সন্মান জানাতে কখনোই ভোলেন  না, গোয়াতে 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সকলের সামনেই অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন অভিনেতা।

২. রণবীর কাপুর (Ranbir Kapoor)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

বলিউডের হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। তবে সুপারস্টার হলেও সংস্কার ভোলেননি অভিনেতা। বয়সে বড়দের সামনে এলে প্রণাম করতে ভোলেন না।

৩. রণবীর সিং (Ranveer Singh)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

বলিউডের সর্বদা বিন্দাস থাকার মত অভিনেতা হলেন রণবীর সিং। যেমন দুর্দান্ত অভিনয় তেমনি সর্বদাই এনার্জিতে ভরপুর। তবে এসবের পাশাপাশি আরও একটু গুণ রয়েছে অভিনেতার। বড়দের সন্মান করতে একেবারে ভুল করেন না রণবীর। অ্যাওয়ার্ড শোতে এক আধপের মাটিতে শুয়ে পড়ে প্রণাম করতেও দেখা গিয়েছে রণবীর সিংকে।

৪. সালমান খান (Salman Khan)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

বল্লিমদের ভাইজান সালমান খানকে সকলেই এক ডাকে চেনেন। বর্তমানে ৫৬ বছর বয়স সালমানের। তবে এই বয়সেও নিজের থেকেই বড়দের জন্য সন্মান লক্ষ্যণীয়। অন ক্যামেরায় বড়দের সন্মান করতে বহুবার দেখা গিয়েছে অভিনেতাকে।

৫. শাহরুখ খান (Shahrukh Khan)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

বলিউডের বাদশাহ কে জিজ্ঞাসা করলে একটাই নাম আসবে, সেটা হল শাহরুখ খান। শাহরুখ বাস্তবে খুবই ভদ্র ও সভ্য আচরণ করেন। সুপারস্টার হলেও বড়দের সন্মান করতে কখনোই ভোলেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত  পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন অভিনেতা।

৬. কপিল শর্মা (Kapil Sharma)

Akshay Kumar,Ranbir Kapoor,Ranveer Singh,Shahrukh Khan,Salman Khan,Kapil Sharma.Indian Sangskar,ভারতীয় সংস্কৃতি,বড়দের সন্মান,সালমান খান,অক্ষয় কুমার,রণবীর সিং,রণবীর কাপুর,কপিল শর্মা,Bollywood Gossip,বলিউড গসিপ

কপিল শর্মা নামটা প্রায় সকলেরই জানা। লোককে হাসানো যেন কপিল শর্মার বাঁ হাতের খেলা। তবে শুধুই লোক হাসতে নয় বড়দের সন্মান জানাতেও ভালোই পারেন তিনি। নিজের ‘The Kapil Sharma’ শোতে একাধিকবার সিনিয়ার অভিনেতাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে তাকে।

site