• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েরাই কাঁপাচ্ছে বক্স অফিস! গাঙ্গুবাই ছাড়াও এই ৬ নারীর জীবন নিয়ে সিনেমা ছুঁয়েছে ১০০ কোটি

Published on:

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi

আজকাল সমাজের নানা ক্ষেত্রে বটেই সিনেমার ক্ষেত্রে বলিউডেও বিশেষ গুরুত্ব পাচ্ছে একাধিক নারী-কেন্দ্রিক চরিত্র। যা বক্স অফিস কাঁপিয়ে ভালো ব্যবসা করার পাশাপাশি ব্যাপক প্রশংসাও পাচ্ছে চলচ্চিত্র সমালোচকদের। তাই সেদিক দিয়ে দেখতে গেলে এখন অনেক বেশী সাহসী, হিন্দি সিনেমা। কারণ বক্স অফিসে ভরাডুবির ভয় কাটিয়ে উঠে স্বাচ্ছন্দ্যেই এখন সম্পূর্ণ নারীকেন্দ্রিক সিনেমা বানাচ্ছে বলিউড।

একজন অভিনেত্রীর কাঁধেই বিনা প্রশ্নে তুলে দিতে পারছে একটা সিনেমার দায়িত্ব। যার সাম্প্রতিকতম উদাহরণ হল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। বাকি সবাইকে পার্শ্ব চরিত্রে পরিণত করে গোটা সিনেমা জুড়েই নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে শুধু আলিয়ার গাঙ্গুবাই নয় বলিউডে এমন একাধিক নারী-কেন্দ্রিক সিনেমা আছে যা অবলীলায় ছুঁয়েছে ১০০ কোটির গন্ডি। এখানে এমনই কয়েকটি সিনেমার তালিকা দেওয়া হল।

১)স্ত্রী (Stree)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi

‘স্ত্রী’ (Stree) ছবিতে প্রধান চরিত্রে ছিলেন শ্রদ্ধা কাপুর। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপরাশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড অনুযায়ী এই সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল ১৩০ কোটিরও বেশি।

২) নীরজা (Neerja)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi
বাস্তব ঘটনানির্ভর সিনেমা ‘নীরজা'(Neerja)। এই সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন বলিউডের ফ্যাশানিস্তা সোনম কাপুর। হাইজ্যাক হওয়া বিমানের বিমানসেবিকা নীরজা ভানোট চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। জানা যায় বিশ্বজুড়ে এই সিনেমা টি ১৩১ কোটির ব্যবসা করেছিল।

৩) পিঙ্ক (Pink)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi

তাপসী পান্নুর জনপ্রিয় সিনেমা ‘পিঙ্ক’-এর কথা মনে আছে নিশ্চই। সামাজের প্রতি কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায়নের দিকটিতেও বিশেষ জোর দেওয়া হয়েছিল এই সিনেমায়। জানা যায় এই ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল ১৫৭ কোটি।

৪) রাজি (Raazi)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi
আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ও মহিলা-কেন্দ্রিক ছবি। বক্স অফিসে তুমুল সাড়া সাফল্য পেয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল আলিয়ার অভিনয়।সিনেমায় আলিয়ার বীপরীতে ছিলেন অভিনেতা ভিকি কৌশল। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছিল ১৯৫ কোটি টাকা।

৫) বীরে দি ওয়েডিং (Veere Di Weeding)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi
মাল্টি-স্টারার ফিল্ম ‘বীরে দি ওয়েডিং’ (Veere Di Weeding) সমাজের অনেক স্টেরিওটাইপ ভেঙে দিয়েছিল। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে দেখা যায় ৪ নারীকে, যারা একে-অপরের সবচেয়ে ভালো বন্ধু। কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া অভিনয় করেছিলেন ছবিতে। ছবিটি বিশ্বব্যাপী ১৩৮ কোটি ব্যবসা করেছিল।

৬) গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)

স্ত্রী,Stree,নীরজা,Neerja,পিঙ্ক,Pink,রাজি,Raazi,বীরে দি ওয়েডিং,Veere Di Weeding,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) দিয়ে দর্শকদের মন নতুন করে জয় করে ফেলেছেন আলিয়া ভাট। ১ সপ্তাহের মধ্যেই এই ছবি ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। চলচ্চিত্র সমালোচকরাও এই সিনেমাকে ভরে ভরে প্রশংসা করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥