• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমিতাভ-জয়া থেকে সাইফ কারিনা, শুটিং ফ্লোরে প্রেমে পরে সাত পাক ঘুরেছেন এই ৬ বলি তারকা জুটি

Published on:

6 Bollywood Couples who fall in love at shooting floor then got married

বলিউডে অভিনেতা-অভিনেত্রীর প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। অতীতেও বহুবার এই জিনিস হয়েছে এবং এখনও হতে দেখা যায়। তবে বলিউডের সম্পর্কের ভাঙাগড়ার মধ্যে বহু কম জুটিই রয়েছে, যাঁদের প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়িয়েছে। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৬ তারকা জুটির (Bollywood couples) নাম তুলে ধরা হল, যাঁদের প্রেম শুরু হয়েছিল ফিল্মের সেট থেকে এবং এখন তাঁরা সুখে সংসার করছেন।

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন (Amitabh Bachchan and Jaya Bachchan)- বলিউডের অন্যতম জনপ্রিয় জুটির প্রেম পর্ব ফিল্ম সেট থেকে শুরু হয়েছিল। অমিতাভ-জয়ার প্রথম দেখা ‘গুড্ডি’ ছবির সেটে। তখন থেকেই শুরু বন্ধুত্ব। এরপর ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জঞ্জির’ ছবির পর থেকেই শুরু হয় প্রেম। এই ছবি বক্স অফিসে সুপারহিট হওয়ার পর সাত পাক ঘুরেছিলেন অমিতাভ এবং জয়া।

Amitabh Bachchan and Jaya Bachchan

ধর্মেন্দ্র এবং হেমা মালিনী (Dharmendra and Hema Malini)- এই তালিকায় দ্বিতীয় নাম রয়েছে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর। ‘শোলে’ ছবির শ্যুটিংয়ের সময় এই দুই তারকার ঘনিষ্ঠতা শুরু। এরপর অভিনেত্রীর প্রেমে এক কথায় পাগল হয়ে গিয়েছিলেন বিবাহিত অভিনেতা। সকল জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত সাত পাক ঘোরার সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র এবং হেমা।

Dharmendra and Hema Malini

অজয় দেবগণ এবং কাজল (Ajay Devgn and Kajol)- বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হল অজয় এবং কাজল। এই দুই তারকার প্রেম কাহিনীও ফিল্ম সেটেই শুরু হয়েছিল। ‘হলচল’ ছবির সেটে থেকে অজয় এবং কাজলের কাছে আসা শুরু হয়। এরপরই শুরু প্রেম। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পরিণয় সূত্রে বাঁধা পড়েন বি টাউনের জনপ্রিয় দুই তারকা।

Ajay Devgn and Kajol

সইফ আলি খান এবং করিনা কাপুর খান (Saif Ali Khan and Kareena Kapoor Khan)- ‘সইফিনা’র নামও এই তালিকায় রয়েছে। ‘টশন’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই প্রেম শুরু হয়েছিল সইফ এবং করিনার। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে সাত পাক ঘুরেছেন তাঁরা।

Kareena Kapoor Saif Ali KHan

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan)- শুধুমাত্র অমিতাভ এবং জয়ারই নয়, তাঁদের ছেলে অভিষেক এবং বৌমা ঐশ্বর্যের প্রেম কাহিনীও ফিল্মের সেট থেকেই শুরু হয়েছিল। ‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানের শ্যুটিংয়ের সময় বন্ধু হয়ে গিয়েছিলেন এই দুই তারকা। এরপর ‘গুরু’ ছবির শ্যুটিংয়ের সময় সেই বন্ধুত্ব ভালোবাসার চেহারা নেয়। এখন অভিষেক এবং ঐশ্বর্য একসঙ্গে সুখে সংসার করছেন।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone)- বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি হল ‘দীপবীর’। অর্থাৎ রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের জুটি। এই দুই তারকার প্রেমও ফিল্ম সেট থেকেই শুরু হয়েছিল।

Ranveer Singh and Deepika Padukone

‘রাম লীলা’ ছবির সেট থেকে কাছে আসা শুরু রণবীর এবং দীপিকার। সেখান থেকেই শুরু প্রেমও। বেশ কয়েক বছর প্রেম পর্ব চালানোর পর ২০১৮ সালে সাত পাক ঘোরেন বি টাউনের এই দুই তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥