বলিউডে এমন অনেক অভিনেত্রী (Bollywood actress) রয়েছেন যারা বিবাহিত পুরুষদের সঙ্গে নিজেদের সংসার পেতেছেন। স্বামীর সঙ্গেই গ্রহণ করেছেন তাঁর আগের পক্ষের সন্তানদেরও। শুধু গ্রহণ করাই নয়, সৎ ছেলেমেয়েদের নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসা দেন বলিপাড়ার এই নায়িকারা। সৎ মা মানেই কুচুটে হবে এই ধারণা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৬ মায়ের নাম তুলে ধরা হল।
হেমা মালিনী (Hema Malini) – ১৯৮০ সালে বিবাহিত এবং ৪ সন্তানের পিতা ধর্মেন্দ্রর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন হেমা। বিয়ের পর ধর্মেন্দ্রর প্রথম পক্ষের চার সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করে নিয়েছিলেন বি টাউনের ‘ড্রিম গার্ল’। এখনও সানি দেওল, ববি দেওল ও তাঁদের দুই বোনের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক বেশ ভালো।
হেলেন (Helen) – বলিউডের এককালের জনপ্রিয় অভিনেত্রী হেলেনের নামও লিস্টে রয়েছে। ১৯৮১ সালে চার সন্তানের পিতা সেলিম খানকে বিয়ে করেছিলেন বলি সুন্দরী। তবে বিয়ের পর কিন্তু সলমন, সোহেল, আরবাজদের দূরে সরিয়ে দেননি হেলেন। বরং নিজের সন্তানদের মতোই কাছে টেনে নিয়েছিলেন।
সুপ্রিয়া পাঠক (Supriya Pathak) – ১৯৮৮ সালে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ কাপুরের সঙ্গে সাত পাক ঘোরেন সুপ্রিয়া। বিয়ের পর স্বামীর প্রথম পক্ষের সন্তান শাহিদকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন অভিনেত্রী। শাহিদের সঙ্গে সুপ্রিয়া-পঙ্কজের ছেলেমেয়ের সম্পর্কও কিন্তু দারুণ। মাঝেমধ্যেই গোটা কাপুর পরিবারকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
শাবানা আজমি (Shabana Azmi) – ১৯৮৪ সালে বিবাহিত এবং দুই সন্তানের পিতা জাভেদ আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাবানা। বিবাহিত স্বামীর সঙ্গেই তাঁর দুই সন্তান ফারহান এবং জোয়াকেও নিজের ছেলেমেয়ের মতো কাছে টেনে নিয়েছিলেন অভিনেত্রী।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) – প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের ‘বেবো’ করিনার সঙ্গে সাত পাক ঘোরেন সইফ আলি খান। তাঁদের দুই ছেলেও রয়েছে। তবে তাই বলে কিন্তু সইফের প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিমকে দূরে সরিয়ে দেননি করিনা। প্রায়ই পরিবারের নানান অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।
মান্যতা দত্ত (Manyata Dutt) – বলিউডের নামী অভিনেতা সঞ্জয় দত্ত নিজের জীবনে মোট ৩বার বিয়ে করেছেন। ২০০৮ সালে মান্যতার সঙ্গে তৃতীয় বিবাহ সম্পন্ন করেছিলেন তিনি।
বিয়ের পর সঞ্জয়ের মেয়ে ত্রিশলাকে দূরে ঠেলে দেননি মান্যতা। বরং ছোটবেলায় মা’কে হারানো ত্রিশলাকে আরও কাছে টেনে নেন তিনি। দু’জনের মধ্যে সম্পর্কও বেশ ভালো।