• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একা আলিয়া নন, সন্তানের জন্ম দিতে সি-সেকশন পদ্ধতিই বেছে নিয়েছেন এই ৫ অভিনেত্রী

Published on:

6 Bollywood Actress who gave birht to child via C Section Delivery

সম্প্রতিকালে বলিপাড়া (Bollywood) থেকে একাধিক খুশির খবর মিলেছে। একাধারে যেমন বিয়ের মরশুম চালু হয়েছে তেমনি একাধিক অভিনেত্রীরা মা হয়েছেন। কিছুদিন হল ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। আর আজ অর্থাৎ ১১ই নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন বিপাশা বসু। মা হওয়ার জন্য শুভেচ্ছায় ভরে গিয়েছে অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। তবে আজ আপনাদের জন্য যে সমস্ত অভিনেত্রীরা নরমাল ডেলিভারি নয় বরং সি সেকশন ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তাদের তালিকা নিয়ে হাজির হয়েছি।

(1/6) আলিয়া ভাট (Alia Bhatt) : সম্প্রতি মা হয়েছেন বলিউডের অভিনেত্রী তথা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাট। বিয়ের মাত্র দু মাস যেতেই নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে, ভক্তরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন আলিয়ার মা হওয়ার। শেষমেশ ৬ই নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যদিও শুরুতে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিলেন আলিয়া। তবে ডাক্তারদের মতে শেষমেশ সি সেকশন করেই ডেলিভারি করা হয়।

Alia Bhatt Baby birth date revealed with hospital name

(2/6) কারিনা কাপুর (Kareena Kapoor) : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কারিনা কাপুর। ইতিমধ্যেই দুবার মা হয়ে গিয়েছেন তিনি। দুবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। যেমনটা জানা যায় প্রথম সন্তান অর্থাৎ তৈমুরের জন্মের সময় শুরুতে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কিছু সমস্যা থাকার কারণে সি সেকশন ডেলিভারি করতে হয় তাকে।

Kareena Kapoor কারিনা কাপুর

(3/6) কাজল (Kajol) : বলি অভিনেত্রী কাজলকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অভিনেত্রী অজয় দেবগণকে বিয়ে করেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। জানা যায় ছেলের জন্মের সময় নরমাল ডেলিভারির পরিবর্তে সি সেকশন ডেলিভারি করিয়েছিলেন কাজল।

Ajay Devgan Kajol coming in Last episode of dadagiri season 9

(4/6) শিল্প শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) : ইন্ডাস্ট্রির এভারগ্রীন নায়িকাদের মধ্যে অন্যতম শিল্পা শেট্টি। নিজের শরীরের প্রতি বেশ যত্নশীল তিনি। প্রতিনিয়ত যোগাভ্যাস থেকে শরীরচর্চা করতে দেখা যায় তাকে। অভিনেত্রী সন্তানের জন্মের জন্য সি সেকশন পদ্ধতিকেই বেছে নিয়েছিলেন। Bharti Singh with her son gola

(5/6) ভারতী সিং (Bharti Singh) : কমেডিয়ান তথা অভিনেত্রী ভারতী সিং সকলের কাছেই বেশ পরিচিত। এবছরের শুরুতেই মা হয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী হর্ষ লিম্বাচিয়া জানিয়েছিলেন যে তাঁর সি সেকশন ডেলিভারি হয়েছে।

মন্দিরা বেদি Mandira Bedi

(6/6) মন্দিরা বেদি (Mandira Bedi) : বলি অভিনেত্রী মন্দির বেদি অভিনেত্রীদের মাঝে বেশ জনপ্রিয়। বয়স বাড়লেও তার শারীরিক ফিটনেস প্রশংসা যোগ্য। অভিনেত্রী সন্তানের জন্মের জন্য সি সেকশন পদ্ধতি বেছে নিয়েছিলেন। তবে ডেলিভারির পর ৪০ দিন বিশ্রাম নিয়েই আবারও পুরোনো শরীর চর্চার রুটিনে ফেরত চলে গিয়েছিলেন। তাছাড়া ছেলের জন্মের পর অভিনেত্রী হাফ ম্যারাথনেও অংশ গ্রহণ করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥