বলিউডে (Bollywood) সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে। অনেকসময়ই দেখা যায়, বিয়ের পরেও সম্পর্কে (Extra marital affair) জড়িয়েছেন অভিনেতারা। যে কারণে অনেক সময় বিবাহবিচ্ছেদ হয়, অনেক সময় আবার প্রেয়সীকে বিদায় জানাতে হয় তাঁদের। আজকের প্রতিবেদনে বি টাউনের এমনই ৬ প্রথম সারির অভিনেতার (Actor) নাম তুলে ধরা হল যারা বৌকে ফেলে পরকীয়ায় জড়িয়েছিলেন।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) – বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চন ভালোবেসে জয়া ভাদুরিকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর পরই রেখার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান অভিনেতা। তাঁদের এই সম্পর্কের কানাঘুষো এখনও শোনা যায়। কিন্তু এই সম্পর্কের কথা জয়া এবং তাঁর পরিবারের কানে উঠতেই তাতে ইতি টেনেছিলেন ‘বিগ বি’।
অক্ষয় কুমার (Akshay Kumar) – বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের নাম বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তিনি। কিন্তু বৌ টুইঙ্কল খান্নার কানে একথা যেতেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন অভিনেতা।
শাহরুখ খান (Shah Rukh Khan) – বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন বলে শোনা যায়। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, একথা জানার পর শাহরুখ পত্নী গৌরী বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। শেষমেষ বৌয়ের কাছে ক্ষমা চেয়ে তাঁকে আটকান অভিনেতা এবং প্রিয়াঙ্কার সঙ্গেও কাজ করা বন্ধ করে দেন।
আদিত্য পাঞ্চোলি (Aditya Pancholi) – বলিউডের একসময়কার নামী অভিনেতা আদিত্য পাঞ্চোলিও পরকীয়ায় জড়িয়েছিলেন। অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারোর অজানা ছিল না। যদিও সেই সম্পর্ক বেশিদিন চলেনি। কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
অজয় দেবগণ (Ajay Devgn) – বলিউডের ‘সিংঘম’ অজয় দেবগণও কঙ্গনা রানাউতের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন বলে শোনা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিনেমার শ্যুটিং করতে গিয়ে ঘনিষ্ঠতা শুরু হয়েছিল দু’জনের। কাজল একথা জানতে পারার পর সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। বৌয়ের এই চরম সিদ্ধান্তের কথা জেনে কঙ্গনার সঙ্গে বিচ্ছেদ করেন অজয়।
শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) – বলিউডের একসময়কার নামী অভিনেতা শত্রুঘ্ন সিনহার নামও এই লিস্টে রয়েছে। এই সুদর্শন অভিনেতা বিবাহিত থাকাকালীন অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
বহু অনুষ্ঠানে শত্রুঘ্ন এবং রিনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। অভিনেতার স্ত্রী পুনমও একবার বলেছিলেন, তিনিও দু’জনকে বহুবার একসঙ্গে দেখেছেন।