• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধ্যবিত্ত পরিবার থেকে এসে কাঁপিয়েছেন বলিউড! এই ৬ তারকার জীবনকাহিনী এক একটা সিনেমা

6 Bollywood actors born in small town middle class family: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে যেমন অনেক তারকাসন্তান রয়েছেন, তেমনই আবার এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও (Actors) রয়েছেন যারা নিজের প্রতিভার জোরে সফল হয়েছেন। ছোট শহরের (Small Town) মধ্যবিত্ত পরিবারে (Middle Class Family) জন্ম হলেও শুধুমাত্র তুখোড় অভিনয় এবং জেদের জন্য আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৬ তারকার নাম।

অনুষ্কা শর্মা (Anushka Sharma): বলি সুন্দরী অনুষ্কার ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছিল না। তবে নিজের তুখোড় অভিনয় এবং প্রতিভার জোরে আজ বি টাউনের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি। তবে অনেকেই জানেন না, ছোট শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও অনুষ্কা। অযোধ্যায় জন্মেছিলেন অভিনেত্রী। এরপর অভিনয়ের টানে মুম্বই আসেন। বাকিটা তো সবারই জানা।

   

Anushka Sharma, Bollywood actors born in small town middle class family

পরিণীতি চোপড়া (Parineeti Chopra): আগামী কয়েক মাসের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া। নামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। ছোট শহর আম্বালা থেকে এসে পরিণীতি যেভাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন তা সত্যিই কুর্নিশযোগ্য।

Parineeti Chopra, Bollywood actors born in small town middle class family

বিদ্যা বালান (Vidya Balan): কেরালার পালাক্কাড় জেলার পুথুর শহরে জন্ম হয়েছিল বিদ্যার। সেখান থেকে মুম্বইয়ের নামী অভিনেত্রী হওয়ার স্ট্রাগলটা একেবারেই সহজ ছিল না তাঁর। তবে তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছিলেন। আজ বলিউডের সেরা নায়িকাদের মধ্যে একজন হলেন বিদ্যা।

Vidya Balan, Bollywood actors born in small town middle class family

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee): বিহারের এক ছোট শহর বেলওয়ায় জন্ম মনোজের। সেই ছোট্ট গ্রাম থেকে মুম্বই অবধি আসার জন্য কম লড়াই করতে হয়নি তাঁকে। এমনকি বলিউডে এসেও কম স্ট্রাগল করতে হয়নি অভিনেতাকে। তবে আজ ওটিটির দৌলতে মনোজের প্রতিভার সঠিক কদর করছেন সকলে।

Manoj Bajpayee, Bollywood actors born in small town middle class family

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi): মনোজের মতোই পঙ্কজের জন্মও একটি ছোট্ট গ্রামে হয়েছিল। বেলসান্ড গ্রামে জন্ম হয় অভিনেতার। শোনা যায়, অভিনয় দুনিয়ায় পা রাখার আগে একটি নামী সংস্থায় চাকরি করতেন পঙ্কজ। তবে আজ নিজের অভিনয়ের দৌলতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি।

Pankaj Tripathi, Bollywood actors born in small town middle class family

ধর্মেন্দ্র (Dharmendra): ১৯৩৫ সালে পাঞ্জাবের শাহনেওয়াল শহরে জন্ম হয়েছিল ধর্মেন্দ্রর। ছোট থেকেই অভিনয়ের প্রতি ব্যাপক ভালোবাসা ছিল তাঁর। আর সেই ভালোবাসার জন্যই পাঞ্জাব থেকে মুম্বই পাড়ি দেন অভিনেতা।

Dharmendra, Bollywood actors who born in small town middle class family

কেরিয়ারের শুরুতে ব্যাপক স্ট্রাগল করতে হয়েছিল ধর্মেন্দ্রকে। তবে তিনি হার মানেননি। নিজের তুখোড় অভিনয় প্রতিভার জোরে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে হয়ে ওঠেন ধর্মেন্দ্র।