• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পদে পদে জম্পেশ টুইস্ট! এই ৫ বাংলা গোয়েন্দা ওয়েব সিরিজ দেখলে মুগ্ধ হবেন গ্যারেন্টি

ওয়েব সিরিজ (Web Series) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। কোভিড পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ওয়েব সিরিজ এবং ওয়েব প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নেটফ্লিক্স, জি৫, হইচই, অ্যামাজন প্রাইম ছাড়া এখন চলে না অনেকের। আর ওয়েব প্ল্যাটফর্মের কথা উঠলে গোয়েন্দামূলক সিরিজের (Detective Web Series) প্রসঙ্গ তো আসবেই। আজকের প্রতিবেদনে তাই বাংলার টপ ফাইভ গোয়েন্দামূলক সিরিজের (Bengali Detective Web Series) নাম তুলে ধরা হল যা একবার দেখলে আপনার ভালোলাগা গ্যারান্টেড।

একেনবাবু (Eken Babu)- তালিকার প্রথম নামটিই হল ‘একেনবাবু’র। হইচইয়ে স্ট্রিম হওয়া অত্যন্ত জনপ্রিয় একটি গোয়েন্দা কাহিনীমূলক সিরিজ হল এটি। ‘একেনবাবু’ যারা দেখেছেন তাঁরা জানেন, এই সিরিজে যেমন রহস্য-রোমাঞ্চ রয়েছে, তেমনই রয়েছে কমেডির ছোঁয়াও। বাংলার দর্শকদের মনে খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছেন একেনবাবু।

   

Eken Babu, Eken Babu web series

ব্যোমকেশ (Byomkesh)- ব্যোমকেশ মানেই বাঙালির আবেগ। ব্যোমকেশ নিয়ে টলিউডে যেমন একাধিক সিনেমা তৈরি হয়েছে, তেমনই সিরিজও হয়েছে। হইচইয়ের জনপ্রিয় সিরিজগুলির মধ্যে একটি হল ‘ব্যোমকেশ’। অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধিমা ঘোষ অভিনীত এই সিরিজ ২০১৭ সাল থেকে সফলতার সঙ্গে হইচইয়ে স্ট্রিম হচ্ছে।

Byomkesh, Byomkesh web series

শিকারপুর (Shikarpur)- টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনীত ‘শিকারপুর’র নামও তালিকায় রয়েছে। এই সিরিজে অঙ্কুশকে কেষ্ট নামের এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। একদিকে যেমন রহস্য-রোমাঞ্চ রয়েছে, তেমনই আবার অল্প কমেডির ছোঁয়াও আছে। সবমিলিয়ে দর্শকমহলে সুপারহিট জি৫’র এই সিরিজ।

Shikarpur web series, Shikarpur

দ্য স্টোনম্যান মার্ডারস (The Stoneman Murders)- হইচইয়ের আরও একটি সিরিজের নাম রয়েছে তালিকায়। স্বস্তিকা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত অভিনীত ‘দ্য স্টোনম্যান মার্ডারস’ও দর্শকদের বেশ ভালোলেগেছে। স্টোনম্যানের কাহিনী অল্পবিস্তর আমরা সকলেই জানি। সেই কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।

The Stoneman Murders, The Stoneman Murders web series

সিক্স (Six)- রহস্য রোমাঞ্চে ভরা ‘সিক্স’র নামও তালিকায় রয়েছে। শিলাজিৎ মজুমদার, দর্শনা বণিক অভিনীত এই সিরিজে সৌম্যজিৎ রায়ের কাহিনী দেখানো হয়েছে।

Six, Six web series

‘সিক্স’এ দেখানো হবে, আচমকাই প্রয়াত হয় সৌম্যজিতের স্ত্রী এবং খুনি হিসেবে দোষী সাব্যস্ত করা হয় সৌম্যজিৎকে। কীভাবে আসল খুনিকে ধরা হবে সেই কাহিনীই দেখানো হয়েছে এই সিরিজে। এই সিরিজের ভরপুর রোমাঞ্চ আপনাকে স্ক্রিন ছেড়ে এক মুহূর্তও উঠতে দেবে না।