• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনের কেকেই বিশ্ব রেকর্ড! ১২০কেজি ওজনের কেক দাম ৫৫০ কোটি টাকা

Published on:

545 crore Cake by Debbie Wingham

আজকাল জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকী বা আরো অনেক অন্যান্য অনুষ্ঠানে সেলিব্রেশনের জন্য কেক (Cake) ব্যবহার করা হয়। জন্মদিনের ক্ষেত্রে তো কেক থাকবেই থাকবে। অতি সাধারণ থেকে শুরু করে কত বিচিত্র ধরণের কেকই না পাওয়া যায়। ছোট থেকে বড় এমনকি ৪ বা ৫তলা কেকও দেখতে পাওয়া যায় বড়সড় জন্মদিনের পার্টিতে। কিন্তু এবার জন্মদিনের কেক (Birthday Cake) দিয়েই হল বিশ্ব রেকর্ড (World Record)।

 

545 crore Cake by Debbie Wingham

৩৯ বছরের এক ব্রিটিশ নাগরিক তথা কেক ডিজাইনার ডেবি উইংহ্যামমের (Debbie Wingham) তৈরী কেকেই হয়েছে এই বিশ্ব রেকর্ড। একেবারে মানুষের মত দেখতে এই কেকের উচ্চতা ৬ফুট আর ওজন ১২০ কেজি। কেকটির নাম দেওয়া হয়েছে ‘রানওয়ে কেক’। আর কেকটির দাম শুনলে হয়তো ভিরমি খাবেন! পৃথিবীর সবচেয়ে দামি এই কেকটির দাম ৭ কোটি ৫০ লক্ষ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪৫ কোটি টাকারও বেশি।

545 crore Cake by Debbie Wingham

বিশ্বের সবথেকে দামি এই কয়েকটি তৈরী করা হয়েছিল আরব কন্যার মত। কয়েকটি তৈরিতে ব্যবহার হয়েছে ১০০০ ডিম, ২৫ কেজি চকোলেট থেকে শুরু করে দামি হীরে মুক্ত পর্যন্ত। আরব কন্যা এই কেকের মধ্যে হাতে করে বসানো হয়েছে ১০০০ আসল মুক্ত সাথে রয়েছে একেবারে অরিজিনাল দুই ক্যারেটের মোট পাঁচটি হীরে। এই গোটা কয়েকটি কেকটি  তৈরী করতে ডেবির সময় লেগেছিলো ১০ দিন। পৃথিবীর সবচাইতে দামি ও অদ্ভুত এই কেকটি দুবাইয়ের ২০১৮ সালের ব্রাইড শোতে রাখা হয়েছিল প্রধান আকর্ষণ হিসাবে। তবে এই কেকটি সেই সময় গোটা বিশ্বের নজর আকর্ষণ করেছিল।

545 crore Cake by Debbie Wingham

প্রসঙ্গত, ডেবি যে শুধু এই কেকটি বানিয়ে বিখ্যাত তা কিন্তু নয়। এর আগেও ডেবি তাঁর বানানো কেকের জন্য বহু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন। ডেবি এর আগে এক জোড়া জুতোর মত দেখতে কেক বানিয়েছিলেন। তবে, সেই জুতোর মত দেখতে কেকটির দাম ছিল দেড় কোটি ডলার। যা প্রায় ১০৯ কোটি টাকার বেশি ভারতীয় টাকায়।

Debbie Wingham Shoe Cake

জুতোটিতে ব্যবহার হয়েছিল সোনা, হীরে প্লাটিনামের মত অতিমূল্যবান সব ধাতু। জুতোটি সেলাই করতে ব্যবহার করা হয়েছিল সোনার সুতো। সাথে জুতোয় বসানো ছিল তিনটি হীরে, যার মধ্যে একটি ছিল বিরল প্রজাতির গোলাপি হীরে  ও অন্য দুটি ছিল নীল হীরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥