5 Upcoming Benglai Movies Releasing on OTT: একসময় সিনেমা মানেই ছিল সিনেমা হল, বড়পর্দা। কিন্তু আধুনিক যুগে সেই সংজ্ঞা অনেকটাই পাল্টে গিয়েছে। OTT প্লাটফর্মের দৌলতে সিনেমা হল এখন ছয় ইঞ্চির স্ক্রিনেই হাজির। আর এবার সিনেমাপ্রেমীদের জন্য বড়সড় সুখবর মিলল। জানা যাচ্ছে, উইন্ডোজ প্রোডাকশনের ফাটাফাটি (Fatafati), লক্ষ্মী ছেলে (Lokkhi Chele) ও ‘হামি ২’ (Haami 2) এই ৩ ছবি সহ মোট ৫টি ছবি দেখা যাবে OTT প্লাটফর্মে। কবে থেকে আর কোথায় দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক।
১. ফাটাফাটি (Fatafati) : শিবপ্রসাদ এবং নন্দিতা প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ফাটাফাটি ছবিটি গত ১২ই মে মুক্তি পেয়েছিল। যেখানে নায়ক-নায়িকার ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে দেখা গিয়েছিল। আর পাঁচটা ছবির থেকে একেবারেই আলাদা ছিল এই গল্প, যা বেশ মনে ধরে সকলের। এবার এই ছবিই OTT এর পর্দায় দেখা যাবে আগামী আগস্ট মাস থেকেই।
২. হামি ২ (Haami 2) : নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত একটি অসাধারণ ছবি ‘হামি ২’। এর আগে ‘হামি’ ছবিটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। তাই ২৩শে ডিসেম্বর ২০২২ এ ‘হামি ২’ রিলিজ হয়। যেখানে প্রসেনজিত্ চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জী, গার্গী রায় চৌধুরী, ঋতোদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, অরিত্রিকা চৌধুরী, অঞ্জন দত্ত ইত্যাদি তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার এই ছবিটিও OTT তে আসছে।
৩. লক্ষ্মী ছেলে (Lokkhi Chele) : কৌশিক গাঙ্গুলি এই ছবিটি এক সত্যঘটনা অবলম্বনে তৈরী। গোটা ছবির প্রেক্ষাপট এক চার হাত বিশিষ্ট সদ্যজাত শিশুকে নিয়ে। সমাজের কুসংস্কার ও বিজ্ঞানের লড়াই বেশ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। যেখানে উজান গাঙ্গুলী, অদিতি মারিক, ঋত্বিকা পাল ও পুরব সীল আচার্যদের মত তারকাদের দেখা গিয়েছে।
৪. দাবাড়ু (Dabaru) : পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যেই চালু হয়েছে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, সংঘশ্রী সিংহ মিত্র এদের মত বিশিষ্ট তারকাদের দেখা যাবে।
৫. রক্তবীজ (Raktabeej) : চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ’। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Vicktor Banerjee) অভিনীত এই ছবিতে খাগড়াগড় বিস্ফোরণ এর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই ছবিটিও OTT প্লাটফর্মে রিলিজ করতে চলেছে।