অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee), নব্বইয়ের দশক থেকে আজও টলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। তার সাথে দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে ‘দিদি নং ১’ (Didi No 1) শোতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যার ফলে বাঙালির ঘরে ঘরে বেশ জনপ্রিয় অভিনেত্রী।
কিছুদিন আগেই বাবাকে হারিয়ে কথা বলার শক্তি পর্যন্ত হারিয়েছিলেন অভিনেত্রী।মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যার জেরে কাজ থেকেও সাময়িক বিরতি নিয়েছিলেন সেসময়। পরে অবশ্য নিজেকে সামলে স্বমহিমায় ফিরে এসেছিলেন বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনায়।
আজও সারা বাংলা জুড়ে রচনা বন্দোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অসংখ্য মানুষের অনুপ্রেরণা তথা ‘দিদি নাম্বার ওয়ান’ তিনি। বাংলার পাশাপাশি একসময় অভিনয় করেছেন বলিউডেও। জুটি বেঁধেছিলেন স্বয়ং বলিউড শহেনশা অমিতাভ বচ্চনের সাথেও। আর আজ ৪৭ বছর বয়সেও চেহারায় কোনও পরিবর্তন ঘটেনি।
একসময় মিস ক্যালকাটাও হয়েছিলেন তিনি, কিন্তু রচনা নামে নয়। তবে শুরুতে তার নাম রচনা নয় ছিল ঝুমঝুম ব্যানার্জি, এক টক শোতে এসে নিজেই সেকথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী। স্কুলের শংসাপত্র থেকে শুরু করে মিস ক্যালকাটার খেতাব সবতেই উল্লেখ রয়েছে এই ঝুমঝুম (Jhumjhum) নামটিই।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর অভিনেত্রীকে এই রচনা নাম দিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুখেন দাস (Sukhen Das)। তিনি ছিলেন রচনার বাবার বন্ধু। আর তিনিই রচনাকে ছবির অফার দিয়ে বলেছিলেন, ‘ঝুমঝুম নামটা চলবে না, সকলে বলবে মুনমুনের মেয়ে।’
তাই সেসময় ঠিক করা হয় রবীন্দ্র রচনাবলী থেকে খোঁজা হবে ঝুমঝুমের নাম। আর ঠিক তখনই সুখেন দাশের মনে হয়, ‘রবীন্দ্র রচনাবলী’ এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে নাম। সেই থেকে ঝুমঝুম হয়ে গেলেন রচনা।
আজ রচনাকে সবচেয়ে বেশি দেখা যায় শাড়িতেই। কিন্তু একসময়ে অন্যতম হট অভিনেত্রীদের একজন ছিলেন তিনি। আজ থেকে কয়েক দশক আগে তিনি যে ধরণের সাহসী পোশাক পরতেন তা আজকালকার উঠতি নায়িকারাও অত সুন্দর করে ক্যারি করতে পারবেনা। তাই আজ বংট্রেন্ডের পর্দায় রইল রচনা ব্যানার্জিই কিছু অদেখা ছবি।