• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা হল থেকে টেলিভিশন সবেতেই সুপারহিট, সঞ্চালক হয়েও দর্শকদের মন করেছেন এই ৫ টলি তারকা

Published on:

5 Tollywood Stars who became good Television Reality Show Anchors

টেলিভিশনের পর্দায় ইদানিং বাংলা সিরিয়ালের পাশাপাশি বেড়ে চলেছে নন ফিকশন রিয়েলিটি শো গুলির জনপ্রিয়তা।এইসব সব শো গুলির হাত ধরেই বড়পর্দা থেকে ছোট পর্দায় এসে জাঁকিয়ে বসেছেন টলিউডের জনপ্রিয় সব সুপারস্টাররা।  নায়ক থেকে সঞ্চালক হয়েই তাঁরা হয়ে উঠেছেন ছোট পর্দার দর্শকদের একেবারে ঘরের ছেলে। জনপ্রিয় এই টলিউড সুপারস্টারদের তালিকায় রয়েছেন অঙ্কুশ হাজরা,যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব অধিকারী এবং জিৎ মাদনানির মতো তারকারা।

যীশু সেনগুপ্ত (Jishu Sengupta): টলিউড তারকাদের মধ্যে ছোট পর্দা এক সঞ্চালক হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন যিনি তিনি হলেন যীশু সেনগুপ্ত। একটা সময় জি বাংলার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সারেগামাপা সঞ্চালনা করে দর্শকদের মনে পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছিলেন ছোট পর্দার ‘মহাপ্রভু’। কিন্তু চলতি সিজন নিয়ে পরপর দুটো সিজনে জি বাংলার পরিবর্তে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সুপার সিঙ্গারের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন যীশু।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,রিয়ালিটি শো,Reality Show,সঞ্চালক,Anchor,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,জিৎ মাদনানি,Jeet Madnani,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee

অঙ্কুশ হাজরা (Ankush Hazra): বাংলা সিনেমার জনপ্রিয় সুপারস্টার অঙ্কুশ হাজরাকে কে না চেনেন। বড়পর্দায় চুটিয়ে সিনেমা করার পাশাপাশি অঙ্কুশ এখন ছোট পর্দাতেও বেশ জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি তাঁর তুখোড় সঞ্চালনা দারুন উপভোগ করেন দর্শক। এই মুহুর্তে জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের সঞ্চালনা করার সুবাদে ছোট পর্দার দর্শকদের সাথে প্রত্যেক সপ্তাহের শেষ দুদিন দেখা হয় তাঁর।

Ankush Hazra Aritra Dutta Banik Mithun Chakraborty Dance Bangla Dance

আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee): বাংলা সিনেমার বোমকেশ তথা অভিনেতা আবির চট্টোপাধ্যায় জি বাংলার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সা রে গা মা পা সঞ্চালনা করেই দারুন প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। যীশু সেনগুপ্ত এই শোয়ের সঞ্চালনা ছাড়ার পর থেকেই খুব সুন্দর ভাবেই সেই দায়িত্ব সামলেছেন আবির।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,রিয়ালিটি শো,Reality Show,সঞ্চালক,Anchor,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,জিৎ মাদনানি,Jeet Madnani,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee

জিৎ মাদনানির (Jeet Madnani): গত বছরেই স্টার জলসার জনপ্রিয় সেলিব্রেটি রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’র সঞ্চালনা করেছিলেন জিৎ। প্রথমবার সঞ্চালনা করেই দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছিলেন জিৎ। তার আগেই জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও দেখা গিয়েছিল জিৎকে।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,রিয়ালিটি শো,Reality Show,সঞ্চালক,Anchor,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,জিৎ মাদনানি,Jeet Madnani,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee): আগামী দিনে স্টার জলসার পর্দায় এক অভিনব রিয়ালিটি শো ‘ধন্যি মেয়ের উপাখ্যান’ নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,রিয়ালিটি শো,Reality Show,সঞ্চালক,Anchor,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,জিৎ মাদনানি,Jeet Madnani,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee

প্রসঙ্গত একসময় সিরিয়ালের হাত ধরেই কেরিয়ার শুরু হয়েছিল এই অভিনেতার। বহু বছর পর আবার এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনার হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় এই অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥