• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রসেনজিৎ-দেবশ্রী থেকে রাহুল-প্রিয়াঙ্কা, প্রেম করে বিয়ে করলেও সংসার ভেঙেছে টলিউডের এই ৫ জুটির

Updated on:

Tollywood celeb couples who separated after love marriage

ভালোবেসে বিয়ে (Love Marriage) করলেও চিরকাল যে সেই ভালোবাসা থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। টলিউডে এমন বহু তারকা জুটি রয়েছে, যারা প্রেম করে বিয়ে করলেও শেষ পর্যন্ত তাঁদের সংসার ভেঙেছে। বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে। আজকের প্রতিবেদনে টলিপাড়ার এমনই ৫ তারকা জুটির (Tollywood couples) নাম দেওয়া হল।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় (Prosenjit Chatterjee and Debashree Roy)- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়ের অত্যন্ত হিট জুটি ছিল প্রসেনজিৎ-দেবশ্রীর। দর্শকদের বহু স্মরণীয় ছবি উপহার দিয়েছেন তাঁরা। একে অপরকে ভালোবেসে সাত পাকও ঘুরেছিলেন দু’জনে। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।

Prosenjit chatterjee and Debashree Roy

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং প্রমিত সেন (Swastika Mukherjee and Pramit Sen)- টলি সুন্দরীর বয়স তখন খুবই কম। ভালোবেসে সাত পাক ঘুরেছিলেন প্রমিত সেনের সঙ্গে। প্রমিত হলেন নামী সঙ্গীতশিল্পী সাগর সেনের ছেলে। তবে স্বস্তিকা-প্রমিতের বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় দু’জনের।

Swastika Mukherjee

রচনা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধান্ত মহাপাত্র (Rachna Banerjee and Siddhanta Mahapatra)- একজন টলিউডের নামী অভিনেত্রী, অপরজন ওড়িয়া ইন্ডাস্ট্রি নামকরা নায়ক। এখানে কথা হচ্ছে রচনা এবং সিদ্ধান্তের। ভালোবেসে বিয়ে করেছিলেন দুই ইন্ডাস্ট্রির দুই তারকা। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ডিভোর্সের পথে হাঁটেন দু’জনে।

Rachana Banerjee and Siddhanta Mahapatra

রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার (Rahul Banerjee and Priyanka Sarkar)- রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। প্রথম ছবিতেই সুপারহিট তাঁদের জুটি। পর্দার প্রেম গড়ায় বাস্তবেও। সাত পাকও ঘুরেছিলেন দু’জনে। টলিপাড়ার এই তারকা জুটির এক ছেলেও রয়েছে। তবে এই বিয়েও বেশিদিন টেকেনি। সকলকে অবাক করে একদিন বিচ্ছেদের কথা ঘোষণা করেন রাহুল-প্রিয়াঙ্কা।

Rahul Banerjee and Priyanka Sarkar

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রাজীব বিশ্বাস (Srabanti Chatterjee and Rajiv Biswas)- শুধুমাত্র স্বস্তিকাই নন, খুব কম বয়সে বিয়ে করেছিলেন টলিউডের আর এক অভিনেত্রীও। তিনি হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সাত পাক ঘুরেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে।

Srabanti Chatterjee and Rajiv Biswas

শ্রাবন্তী-রাজীবের এক ছেলেও রয়েছে। ১১ বছর সংসার করেছিলেন তাঁরা। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥