• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় কদর নেই, দক্ষিণে সুপারহিট! পাওলি থেকে রাইমা, সাউথ কাঁপাচ্ছে এই ৫ বাঙালি অভিনেত্রী

Published on:

5 Bengali Actress who became superhit in South industry

সম্প্রতি শোনা গিয়েছে, টলিউডের (Tollywood) নামী অভিনেতা যীশু সেনগুপ্ত দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে (South Indian industry) ডেবিউ কর‍তে চলেছেন। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের আগামী ছবিতে তিনি থাকবেন বলে শোনা গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু বাংলার বেশ কিছু নামী নায়িকা সাউথে চুটিয়ে কাজ করেছেন। আজকের প্রতিবেদনে সাউথে নিজেদের পরিচিতি তৈরি করা ৫ বাঙালি নায়িকার নাম তুলে ধরা হল।

পাওলি দাম (Paoli Dam)- টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পাওলি। নিজের দমে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরি করেছেন তিনি। অবশ্য একজন শুধুমাত্র টলিউডেই নয়, পাওলি কাজ করে ফেলেছেন বলিউডেও। তবে অনেকেই হয়তো জানেন না পাওলি সাউথেও কাজ করেছেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত কোঙ্কনি সিনেমা ‘বাগা বিচ’এ অভিনয় করেছিলেন তিনি।

Paoli Dam পাওলি দাম

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)- টলি সুন্দরী শুভশ্রীও কিন্তু সাউথে কাজ করে ফেলেছেন। তামিল ছবি ‘মানে থানে পায়ে’তে অভিনয় করেছিলেন রাজ চক্রবর্তী ঘরণী। তবে এরপর আর সাউথে ছবি করেননি এই বঙ্গ তনয়া। বরং বাংলাতেই ফের মন দিয়েছেন তিনি।

Subhashree Ganguly

রাইমা সেন (Raima Sen)- টলি সুন্দরী রাইমার নামও তালিকায় রয়েছে। সেই ২০০৪ সালে ‘ধৈর্যম’ ছবির হাত ধরে সাউথ ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। এরপর ‘বীরাপুত্রন’ ছবিতেও অভিনয় করেছিলেন রাইমা। সেখানে খুব বেশি ছবি না করলেও রাইমার অভিনয় কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল। এখন এই বঙ্গ তনয়া বলিউডেও চুটিয়ে কাজ করছেন। ‘মাই’ ছবিতে দর্শকদের ভালোলেগেছে তাঁর অভিনয়।

Raima Sen

রিয়া সেন (Riya Sen)- শুধুমাত্র রাইমাই নন, সাউথে কাজ করেছেন বোন রিয়াও। মুনমুন সেনের কন্যা ‘আনন্দাভ আদ্রম’ ছবির হাত ধরে সেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন। রাইমার মতো রিয়ার অভিনয়ও দর্শকদের বেশ ভালোলেগেছিল।

Riya Sen

এনা সাহা (Ena Saha)- তালিকার শেষ নামটি হল টলি সুন্দরী এনা সাহার। টলিউডে সেভাবে সাফল্য না পেলেও মালায়ালম ইন্ডাস্ট্রিতে এনা কিন্তু বেশ পরিচিত নাম।

Ena Saha

এনার সাউথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। সেই লিস্টে নাম রয়েছে ‘নীলাকাশাম পাচা কাদাল চুভে আন্না ভূমি’, ‘ইউ টু ব্রুটাস’এর মতোছবির নাম। মালয়ালাম ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে এনা কিন্তু বেশ ভালো মালায়ালমও জেনে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥