বর্ষাকাল এলে চুলের প্রচুর সমস্যা (Hair Problems) দেখা দেয়। এর মধ্যে অন্যতম হল চুলে জট পড়া এবং চুল ওঠার (Hair Fall) সমস্যা। বৃষ্টিবাদলের মরসুমে যেন চুলে একটু বেশিই জট পড়ে এবং চুল যেন একটু বেশিই ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হিসেবে উঠে আসে চুলের অযত্ন। আজকের প্রতিবেদনে তাই এমন ৫ পদ্ধতি তুলে ধরা হল যা মেনে চললে চুলে জট পড়া এবং চুল ওঠার সমস্যা বন্ধ হবে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ৫ পদ্ধতি।
তেল মালিশ (Oil Massage): বর্ষাকালে সপ্তাহে ১-২ দিন মাথায় তেল মালিশ করা উচিত। এতে মাথার রক্ত চলাচল বাড়ে। সেই সঙ্গেই চুলও শক্ত হয়। এছাড়া তেল মালিশ করলে চুলে জটও পড়ে না।
সালফেট ছাড়া শ্যাম্পু (Sulfate Free Shampoo): বর্ষাকালে বেশি রাসায়নিক যুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। উষ্ণ গরম জলে শ্যাম্পু গুলে তা চুলে লাগাতে পারেন। আবার চাইলে বাজার থাকলে সালফেট এবং প্যারাবিন ফ্রিস শ্যাম্পুও কিনতে পারেন।
শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো (Use Conditioner): শ্যাম্পু করার পর চুলে অবশ্যই কন্ডিশনার লাগাবেন। এছাড়া এই বর্ষাকালে সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক লাগানো জরুরি। এতে চুল ভালো থাকবে, জটও পড়বে না। শুধু তাই নয়, বৃষ্টিবাদলের এই মরসুমে হেয়ার ড্রায়ার বেশি ব্যবহার না করাই ভালো। ভেজা চুল নরম সুতির কাপড় বা নরম তয়ালে দিয়ে আলতো করে মোছার চেষ্টা করবেন।
স্ক্যাল্প ম্যাসাজারের ব্যবহার (Scalp Massager): বর্ষাকালে চুল ভালো রাখার জন্য তেল মালিশ করার কথা আগেই বলেছি। এক্ষেত্রে স্ক্যাল্প ম্যাসাজার ব্যবহার করতে পারেন। করণ হাতে করে তেল লাগালে সব জায়গায় সমানভাবে নাও লাগতে পারে। কিন্তু স্ক্যাল্প ম্যাসাজার ব্যবহার করলে পুরো মাথায় সমানভাবে তেল লাগবে।
নিয়মিত চুল আঁচড়ানো (Comb Your Hair): বর্ষাকালে চুল খোলা রাখলে চুলে যেমন বেশি জট পড়ে, তেমনই চুল নোংরাও হয়। সেই জন্য বাড়ি ফিরে চুল আঁচড়ালে গোছা গোছা চুল উঠে আসে।
সেই জন্য বাজার থেকে জট ছাড়ানোর চিরুনি কিনে আনতে পারেন। ‘ডিট্যাঙ্গলার ব্রাশ’ কিনলে সহজেই চুল আঁচড়ানোর পাশাপাশি নিমেষেই জট ছাড়িয়ে নিতে পারবেন।