অতীতে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বহু সুপারস্টার (South Indian superstar) এসে বলিউডে (Bollywood) কাজ করে গিয়েছেন। সেই লিস্টে নাম রয়েছে ‘থালাইভা’ রজনীকান্ত (Rajinikanth) থেকে শুরু করে কমল হাসানের (Kamal Haasan)। আসন্ন ভবিষ্যতে শাহরুখের খানের ‘জওয়ান’এ (Jawan) অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী নয়নতারা এবং সুপারস্টার বিজয় সেতুপতিকে। তবে জানলে অবাক হবেন, সাউথে এমন অনেক সুপারস্টারও রয়েছেন যারা কোটি টাকাতেও বলিউডে কাজ করতে রাজি হন না। আজকের প্রতিবেদনে সেই ৫ তারকার নাম তুলে ধরা হল।
যশ (Yash)- ‘কেজিএফ’এর রকি ভাইয়ের নাম লিস্টে সবার প্রথমে রয়েছে। দক্ষিণ ভারতের এই সুপারস্টার এখন প্যান ইন্ডিয়া তারকা। বিদেশেও প্রচুর অনুরাগী রয়েছে তাঁর। সাউথের এই নামী অভিনেতাকে বলিউড ছবি ‘লাল কপ্তান’এর অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই অফার রিজেক্ট করে দেন।
মহেশ বাবু (Mahesh Babu)- বছর দুয়েক আগে শোনা গিয়েছিল সাউথ সুপারস্টার মহেশ বাবু বলিউডে পা রখতে চলেছেন। কিন্তু অভিনেতা নিজে সেই খবর ‘ভুয়ো’ বলে উড়িয়ে দেন। এছাড়াও মহেশ বাবু একবার প্রকাশ্যে বলেছিলেন, বলিউডের তাঁকে ‘অ্যাফোর্ড’ করার ক্ষমতা নেই।
অনুষ্কা শেট্টি (Anushka Shetty)- দক্ষিণী সুন্দরী অনুষ্কার নামও এই লিস্টে রয়েছে। ‘বাহুবলী’র দেবসেনাকে অতীতে বহুবার বলিউড ছবির অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যেকবার সেই অফার রিজেক্ট করে দিয়েছেন। অনুষ্কার রিজেক্ট করা ছবির তালিকায় নাম রয়েছে অজয় দেবগণ অভিনীত সুপারহিট ছবি ‘সিংঘম’এর।
আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ অভিনেতা আল্লুও প্রচুর বলিউড ছবির অফার ফিরিয়ে দিয়েছেন। অনেকেই ভেবেছিলেন, সাউথে আকাশছোঁয়া সাফল্য অর্জন করার পর আল্লু হয়তো বলিউডে পা রাখতে চাইবেন। কিন্তু তেমনটা হয়নি। অভিনেতার কাছে প্রচুর ছবির অফার গেলেও তিনি সেগুলি ফিরিয়ে দিয়েছেন। যদিও আল্লু একথা স্বীকার করেছেন, তিনি কোনও বলিউড ছবিতে কাজ করলে সেটি সুপারহিটই হবে। তবে সম্প্রতি শোনা গিয়েছে, শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। এবার দেখা যাক, এই গুঞ্জন সত্যি হয় কিনা।
দর্শন (Darshan)- দক্ষিণ ভারতের নামী অভিনেতা দর্শনের নামও লিস্টে রয়েছে। আল্লু অর্জুন, যশের মতো তিনিও বলিউড ছবির অফার ফিরিয়ে দিয়েছেন।
সলমন খান অভিনীত ‘দাবাং ৩’ ছবিতে ভিলেনের চরিত্রের জন্য প্রথমে দর্শনকেই নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই অফার রিজেক্ট করে দেন। এরপর সেই চরিত্রে আর এক দক্ষিণী সুপারস্টার কিচ্চা সুদীপকে নেওয়া হয়।