বিনোদন দুনিয়ায় এমন অনেক তারকা (Stars) রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসা (Business) চালান। বলিউডে যেমন প্রিয়াঙ্কা চোপড়া, ধর্মেন্দ্র, দীপিকা পাড়ুকোনদের নিজস্ব ব্যবসা রয়েছে, তেমনই দক্ষিণ ভারতেরও বহু তারকা (South Indian Actors) বড় বড় ব্যবসা চালান। রাম চরণ থেকে শুরু করে তামান্না ভাটিয়া, সেই তালিকায় নাম রয়েছে অনেকের। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৫ সাউথ তারকার নাম।
রাম চরণ (Ram Charan): অস্কারজয়ী ‘আরআরআর’ খ্যাত রাম চরণের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। পাশাপাশি অত্যন্ত সফল একজন ব্যবসায়ীও। ‘ট্রুজেট’ নামে একটি বিমান সংস্থার মালিক হলেন রাম চরণ। পাশাপাশি হায়দ্রাবাদ পোলো সহ আরও বেশ কয়েকটি রাইডিং ক্লাবেরও মালিক তিনি।
থালাপতি বিজয় (Thalapathy Vijay): দক্ষিণ ভারতের নামী অভিনেতা থালাপতি বিজয়ের নামও তালিকায় রয়েছে। তিনি যেমন অভিনেতা হিসেবে সফল, তেমনই ব্যবসায়ী হিসেবেও অত্যন্ত সফল। চেন্নাইয়ের একাধিক ওয়েডিং হলের মালিক বিজয়।
তামান্না ভাটিয়া (Tamannah Bhatia): দক্ষিণী সুন্দরী তামান্না বলিউডেও পরিচিত মুখ। অক্ষয় কুমার, সোনু সুদ সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সেই তামান্না ‘হোয়াইট অ্যান্ড গোল্ড’ নামে একটি অনলাইন গয়নার সংস্থার মালকিন।
নাগার্জুন (Nagarjuna): দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও অত্যন্ত সফল একজন ব্যবসায়ী। তাঁর একাধিক রেস্তোরাঁ রয়েছে। এন-গ্রিল, এন-এশিয়ান নামে দু’টি রেস্তোরাঁ রয়েছে নাগার্জুনের। পাশাপাশি হায়দ্রাবাদে একটি এক্সোটিক রেস্টো বারও রয়েছে অভিনেতার। এছাড়াও দক্ষিণী অভিনেতার নিজস্ব একটি কনভেনশন সেন্টারও রয়েছে। বড় বড় কর্পোরেট অনুষ্ঠানের জন্য সেই কনভেনশন সেন্টার ভাড়া দেওয়া হয়।
তাপসী পান্নু (Taapsee Pannu): সাউথ ইন্ডাস্ট্রি দিয়ে কেরিয়ার শুরু করলেও আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন তাপসী। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, ব্যবসায়ী হিসেবেও বেশ সফল তাপসী। অভিনেত্রী, তাঁর বোন শগুন এবং তাঁর বান্ধবী ফারাহ পারাভেশ একসঙ্গে মিলে একটি ওয়েডিং ম্যানেজমেন্ট কোম্পানি চালান। সেই সংস্থার নাম ‘দ্য ওয়েডিং ফ্যাক্টারি’।