প্রত্যেক বছর ঈদের (Eid) সঙ্গেই সিনেপ্রেমী মানুষদের জন্য আসে বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) উপহার। চলতি বছরও ব্যতিক্রম হল না। আসন্ন ঈদে দর্শকদের জন্য ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) নিয়ে আসছেন বলি সুপারস্টার। সঙ্গে রয়েছেন পূজা হেগড়ে, রাঘব জুয়াল, জাসসি গিল, পলক তিওয়ারি, শেহনাজ গিলের মতো তারকারা। আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষেই রিলিজ করবে এই ছবি। আজকের প্রতিবেদনে এমন ৫টি কারণ (Reason) খুঁজে বের করা হল যে কারণে ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে (Box office) রাজত্ব করবে।
সলমন খানের কামব্যাক (Salman Khan comeback)– দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে শাহরুখ খান যখন কামব্যাক করেন, তখন বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’। সলমনও বেশ অনেকটা সময় বড়পর্দা থেকে দূরে রয়েছেন। দর্শকরা ‘কিং খান’কে যতখানি ভালোবাসা দিয়েছেন ভাইজানকেও ততখানি দেবেন বলেই আশা করা যায়।
পারিবারিক সিনেমা (Family entertainer)- সলমনের প্রত্যেকটি ছবিই পারিবারিক ধরণের হয়। অর্থাৎ সপরিবার বসে সেই ছবির আনন্দ উপভোগ করা যায়। ‘কিসি কা ভাই কিসি কি জান’ও এর ব্যতিক্রম নয়। এখানে হাতে গোনা কয়েকটি আপত্তিকর দৃশ্য থাকলেও, সেসব বাদ দিয়ে হলে বসে সপরিবার দেখার মতো সিনেমা এটি।
সলমন খানের অ্যাকশন (Salman Khan action)- এখন রোম্যান্সের থেকে বেশি দমদার অ্যাকশন দেখতে পছন্দ করছেন দর্শকরা। শাহরুখের ‘পাঠান’ তার জলজ্যান্ত প্রমাণ। সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’এও দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য রয়েছে। তাই এই ছবিটিও তাঁদের ভালোলাগবে বলে ধরে নেওয়াই যায়।
দক্ষিণী তারকাদের উজ্জ্বল উপস্থিতি (South actor-actress)- বক্স অফিসে এখন দক্ষিণী তারকাদের দাপট চলছে। সলমনের ছবিতেও একাধিক সাউথ সুপারস্টারকে দেখা যাবে। ভাইজানের ছবির নায়িকা পূজা দক্ষিণের নামী অভিনেত্রী। এছাড়াও ক্যামিও রোলে বেঙ্কটেশ এবং রাম চরণকে দেখা যাবে।
ঈদে রিলিজ (Eid release)- সলমনের ছবির সাফল্যের সবচেয়ে বড় কারণ যদি কিছু হয়ে থাকে তাহলে তা হল ঈদে রিলিজ। অতীতে এই উৎসবের দিনে ভাইজানের একাধিক ছবি রিলিজ করেছে এবং সেগুলি বক্স অফিসে দারুণ সফল হয়েছে।
প্রত্যেক সিনেপ্রেমী মানুষই ঈদের দিন নতুন ছবি রিলিজের অপেক্ষা করেন। এই বছর দর্শকদের জন্য সলমনের উপহার ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমন অনুরাগীরা আশা করবেন, তাঁদের প্রিয় তারকার কামব্যাকের ছবি দেখতে সিনেমা হলে উপচে পড়বে দর্শকদের ভিড়।