• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কখনো অস্ত যায়না সূর্য, সর্বদাই থাকে দিন! পৃথিবীর এই ৫ জায়গার মানুষ জানে না রাত কেমন হয়

Published on:

5 places on Earth where the Sun never sets

দিনের (Day) শেষে রাত আসবে, আর রাত (Night) শেষ হলে শুরু হবে নতুন দিন- আমরা জানি যাই হয়ে যাক না দিনরাতের এই পালাবদল চলবেই। তবে জানেন, এই পৃথিবীতেই (Earth) এমন অনেক জায়গা রয়েছে যেখানে কখনও সূর্য (Sun) অস্ত যায় না। অর্থাৎ দিনের পরে রাত আসার যে নিয়ম আমরা দেখি তা এখানে কাজ করে না। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক পৃথিবীর এমনই ৫ জায়গার নাম।

নরওয়ে (Norway)- মে মাসের শেষ থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত অর্থাৎ টানা প্রায় ৭৬ দিন নরওয়েতে সূর্য অস্ত যায় না। এই দেশের আর এক নাম হল ‘মধ্যরাতের সূর্যের দেশ’। নরওয়ের সালভার্ড নামের জায়গায় ১০ এপ্রিল থেকে শুরু করে ২৩ আগস্ট পর্যন্ত সূর্য দেখা যায়।

Norway, Places on Earth where Sun never sets

নুনাভুত, কানাডা (Nunavut, Canada)- আর্টিক সার্কেল থেকে প্রায় ২ ডিগ্রি ওপর কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় দু’মাস ধরে একটানা সূর্য দেখতে পাওয়া যায়। এই সময়কালে কখনও সূর্য অস্ত যায় না। অপরদিকে শীতকালে আবার প্রায় এক মাস অন্ধকারে ডুবে থাকে এই জায়গা।

Canada, Nunavat Canada, Places on Earth where Sun never sets

আইসল্যান্ড (Iceland)- সারা বছর বরফে ঢাকা থাকা আইসল্যান্ডের নামও তালিকায় রয়েছে। এই স্থানে একদিকে যেমন গ্রীষ্মকালে রাত হয়, তেমনই আবার গোটা জুন মাসে এখানে সূর্য অস্ত যায় না। সারাক্ষণ দেখা যায় সূর্যের আলো।

Iceland, Places on Earth where Sun never sets

ব্যারো, আলাস্কা (Barrow, Alaska)- এই দেশেও প্রায় ৩ মাস একটানা সূর্যের আলো দেখতে পাওয়া যায়। মে মাসের শেষের দিক থেকে শুরু করে জুলাই মাসের শেষের দিক পর্যন্ত এখানে সারাক্ষণ সূর্যের আলো থাকে। সেই জন্য এই দেশের আর এক নাম হল ‘পোলার লাইট’।

Alaska, Barrow Alaska, Places on Earth where Sun never sets

ফিনল্যান্ড (Finland)- হ্রদ, দ্বীপে ঘেরা ফিনল্যান্ডও এই তালিকায় স্থান করে নিয়েছে। গ্রীষ্মকালে এখানে প্রায় টানা ৭৩ দিন সূর্য অস্ত যায় না।

Finland, Places on Earth where Sun never sets

অপরদিকে শীতকাল থাকে সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। এই কারণে ফিনল্যান্ডের মানুষরা গ্রীষ্মকালে কম এবং শীতকালে বেশিক্ষণ ঘুমোন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥