• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন দশক ধরে রাজত্ব করছেন বলিউডে, এই ৫ ছবির জেরেই সুপারস্টার হয়েছেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার (Akahay Kumar), নামটা বলিউডপ্রেমী হোক বা সিনেমাপ্রেমী সবার কাছেই বেশ পরিচিত। বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। কমেডি, রোম্যান্স থেকে অ্যাকশন এমনকি দেশভক্তির সিনেমা সবেতেই দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন অক্ষয় কুমার। তবে শুরু থেকেই সুপারহিট হননি অভিনেতা, তাকেও কিছুটা সংঘর্ষ করতে হয়েছিল।

১৯৯২ সালে দিদার ছবিতে প্রথম বাত্যের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ছবিটি খুব সেভাবে জনপ্রিয়তা পায়নি। অবশ্য এরপর একে একে ছবির অফার আসতে থাকে আর ধীরে ধীরে বললিউডের অভিনেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথমসারিতে উঠে আসেন অক্ষয় কুমার। আজ আপনাদের এমন ৫টি অক্ষয় কুমার অভিনীত ছবির কথা জানাবো যেগুলোর জন্যই আজ সুপারস্টার হয়ে উঠেছেন অক্ষয় কুমার।

   

akshay kumar mai khiladi tu anadi

ম্যায় খিলাড়ি তু আনাড়ি (Mai Khiladi Tu Anadi) : ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিলে কমেডি ও অ্যাকশন ফিল্ম ম্যায় খিলাড়ি তু আনাড়ি। ছবির টাইটেল ট্রাকটি আজও জনপ্রিয়। ছবিটি যদিও হলিউডের একটি ছবির রিমেক ছিল তবে বলিউডে সুপারহিট হয়েছিল। এটাই ছিল অক্ষয় কুমারের প্রথম সুপারহিট ছবি।

Akshay Kumar Hera Pheri

হেরা ফেরি (Hera Pheri) : ২০০০ সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে দেখা গিয়েছিল। দুর্দান্ত কমেডির এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আজও হেরা ফেরি ছবি দেখলে হাসতে বাধ্য হবে দর্শকেরা। এই ছবিটিও দক্ষিণী ছবির রিমেক ছিল, যেখানে বাড়ির মালিক ছিলেন পরেশ রাওয়াল আর দুই ভাড়াটে ছিল অক্ষয় কুমার ও সুনীল শেট্টি।

Akshay Kumar Bhool Bhulaiya

ভুল ভুলাইয়া (Bhool Bhoolaaiya) : ২০০৭ সালে কমেডি চরিত্র থেকে কিছুটা বেরিয়ে একটু অন্য ধারার ছবিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। বিদ্যা  বালান এর সাথে ভুল ভুলাইয়া ছবিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ছবিতে মনরোগ চিকিৎসক হিসাবে অভিনয় করেছিলেন অভিনেতা। ছবিতে মঞ্জুলিকার ভৌতিক টুইস্ট থেকে শুরু করে কমেডি ও কিছুটা রোম্যান্স সবই ছিল।

Akshay Kumar Welcome

ওয়েলকাম (Welcome) : ২০০৭ সালেই আবারও একটি দমফাটা কমেডির হিন্দি ছবি রিলিজ হয়েছিল যার নাম ছিল ওয়েলকাম। ছবিতে অক্ষয় কুমারের সাথে  নানা পাটেকার, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ক্যাটরিনা কাইফ থেকে মল্লিকা শেরাওয়াতদের মত তারকাদের দেখা গিয়েছিল। গ্যাংস্টার পরিবারের সাথে ভদ্রসভ্য পরিবারের কাহিনী নিয়ে দুর্দান্ত কমেডি ছবিটি সুপারহিট হয়েছিল।

Akshay Kumar Airlift

এয়ারলিফট (Airlift) : ২০১৬ সালে সত্য ঘটনা অবলম্বনে তৈরী হয়েছিল অ্যাকশন-থ্রিলার ছবি এয়ারলিফট। ছবিতে কুয়েতে থাকা এক ব্যবসায়ীর কাহিনী দেখানো হয়েছিল যিনি ১৯৯০ সালের ইরাক আক্রমণের সময় কুয়েত থেকে হাজার হাজার ভারতীয়দের উদ্ধার করে ভারতে পাঠিয়েছিলেন। ছবিতে সেই ব্যবসায়ীর চরিত্রেই দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।