• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দজ্জালপনায় সবচেয়ে এগিয়ে! টেলি দুনিয়ার এই ৫ খলনায়িকার নাম শুনলে আজও গা জ্বলে দর্শকদের

Updated on:

5 most scary villains of Hindi serials

সিরিয়াল (Serial) মানেই দর্শকদের বিনোদনের একেবারে পাকা ঠিকানা, তা সে বাংলা হোক বা হিন্দি (Hindi Serial)। সেই জন্যই তো রোজ বিকেল হলেই চা-বিস্কুট হাতে টিভির সামনে বসে পড়েন তাঁরা। যে সিরিয়ালে যত বেশি টুইস্ট আসে এবং ফ্যামিলি ড্রামা থাকে, সেই সিরিয়াল তত বেশি পছন্দ হয় দর্শকদের। আর এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খলনায়িকারা (Villain)। আজকের প্রতিবেদনে হিন্দি টেলি দুনিয়ার এমন ৫ ভিলেনের নাম তুলে ধরা হল যাদের নাম শুনলে আজও দর্শকদের গা জ্বলে যায়।

উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)- ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে খলনায়িকা কমলিকার চরিত্রে অভিনয় করেছিলেন উর্বশী। সিরিয়াল হিট হওয়ার পিছনে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আজও উর্বশীকে অনেকেই ‘কমলিকা’ বলে চেনেন।

Urvashi Dholakia, Most scary villains of Hindi serial

সুধা চন্দ্রণ (Sudha Chandran)- নামী নৃত্যশিল্পী এবং জনপ্রিয় অভিনেত্রী সুধা চন্দ্রণ একাধিক হিন্দি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। বিশেষত ‘কহি কিসি রোজ’ সিরিয়ালে রমলা সিকন্দের চরিত্রে তাঁর অভিনয় আজও ভুলতে পারেনি দর্শকরা। এই রমলার জন্যই সেই সময় ব্যাপক হিট হয়েছিল ধারাবাহিকটি।

Sudha Chandran, Most scary villains of Hindi serial

অশ্বিনী কালসেকর (Ashwini Kalsekar)- ‘কসম সে’ ধারাবাহিকে জিজ্ঞাসার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী অশ্বিনী কালসেকর । হিন্দি টেলিভিশনের সর্বকালের সেরা খলনায়িকাদের মধ্যে গণ্য করা হয় ‘জিজ্ঞাসা’কে। এই চরিত্রে অভিনয় করার জন্য অশ্বিনী নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। তাঁর শয়তানি দেখে রীতিমতো হাড় হিম হয়ে যেত দর্শকদের।

Ashwini Kalsekar, Most scary villains of Hindi serial

মন্দিরা বেদী (Mandira Bedi)- জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা বেদীও একাধিক হিন্দি সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকেই যেমন ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্রটি এতটাই দজ্জাল ছিল যে বহু দর্শক তাঁকে রীতিমতো ঘৃণা করতে শুরু করেছিলেন।

Mandira Bedi, Most scary villains of Hindi serial

মেঘনা মালিক (Meghna Malik)- হিন্দি টেলি দুনিয়ার একটি আইকনিক সিরিয়াল হল ‘না আনা ইস দেশ লাডো’। দীর্ঘ সময় ধরে টেলি দুনিয়ায় রাজত্ব করেছিল এই সিরিয়াল।

Meghna Malik, Most scary villains of Hindi serial

এই ধারাবাহিকে ‘আম্মাজি’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী মেঘনা মালিক। প্রবল দাপুটে এবং অত্যাচারী একজন শাশুড়ি ছিলেন আম্মাজি। এখনও আম্মাজির মতো শাশুড়ির কথা ভাবলেই হাড় হিম হয়ে যেত মেয়েদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥