• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওভার অ্যাক্টিংয়ের দোকান! হিন্দি টেলিভিশনের এই ৫ চরিত্রকে দেখলে গা জ্বলে ওঠে দর্শকদের

Updated on:

5 most disliked television characters of all time according to audience

টেলিভিশনের (Television) দুনিয়ায় এমন অনেক চরিত্র (Characted) রয়েছে যারা দর্শকদের মনের খুব কাছের, খুব প্রিয়। আবার একইভাবে এমনও অনেক চরিত্র রয়েছে যাদের একেবারে দেখতে পারেন না (Disliked) দর্শকরা। সেই চরিত্রগুলিকে দেখলে জ্বলে যায় দর্শকদের গা। আজকের প্রতিবেদনে দর্শকদের সহ্য না করতে পারা এমনই ৫ টেলিভিশন চরিত্রের (Most disliked television characters) নাম তুলে ধরা হল।

ডক্টর সালুখে (Doctor Salunkhe)- ভারতীয় টেলিভিশনের একটি আইকনিক শো হল ‘সিআইডি’। বহু বছর টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে এই শো। এই শো যারা দেখতেন তাঁদের কাছে ডক্টর আরপি সালুখে ওরফে ডক্টর সালুখে প্রচণ্ড পরিচিত। ফরেন্সিক এক্সপার্ট এই ডাক্তারের চরিত্রটি ‘সিআইডি’র দর্শকদের একেবারেই পছন্দ ছিল না।

Most disliked television characters, Doctor Salunkhe

নেহা কক্কর (Neha Kakkar)- বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর বহু রিয়্যালিটি শোয়ের বিচারকও। সদ্য সমাপ্ত ‘ইন্ডিয়ান আইডল’এও বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকে। তবে নেহা শোয়ের মধ্যে অত্যন্ত ছোটখাটো বিষয়ের জন্য কেঁদে ফেলতেন। যা একেবারেই পছন্দ ছিল না দর্শকদের। এই কারণে সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোলডও হয়েছেন অভিনেত্রী।

Most disliked television characters, Neha Kakkar, Neha Kakkar crying

কোকিলা মোদি (Kokila Modi)- হিন্দি টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। গোপী বহু এবং অ্যাহেম জির পাশাপাশি ধারাবাহিকের গোপীর শাশুড়ি কোকিলা মোদির চরিত্রটিও প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল। তবে এই চরিত্রটিকে বেশিরভাগ দর্শকরা সহ্য করতে পারতেন না।

Most disliked television characters, Kokila Modi

কপিলের পিসি (Kapil’s Bua)- ‘দ্য কপিল শর্মা শো’য়ের কথা কে না জানে। এই শোয়ে কপিলের পিসির চরিত্র দেখা গিয়েছিল অভিনেত্রী উপাসনা সিংকে। তবে তাঁর এই চরিত্রটিও দর্শকদের একেবারে পছন্দ ছিল না। শোয়ে কোনও তারকা আসলে তিনি যেভাবে তাঁদের সঙ্গে কথা বলতেন তা একেবারে ভালোলাগতো না দর্শকদের।

Most disliked television characters, Kapil's bua

হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)- বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ টেলিভিশন দুনিয়াতেও অত্যন্ত জনপ্রিয়। সদ্য সমাপ্ত ‘ইন্ডিয়ান আইডল’এর বিচারক ছিলেন তিনি।

Most disliked television characters, Himesh Reshammiya

সেই শো যারা দেখতেন তাঁরা জানেন, নেহার মতোই হিমেশও খুব ছোটখাটো বিষয়ে কেঁদে ফেলতেন। আর এই কারণে তাঁকেও একেবারে পছন্দ করতেন না দর্শকদের একাংশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥