• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ের চূড়ায় একটুকরো স্বর্গ! এই ৫ রিসর্টে এক নিমেষে গায়েব হয়ে যাবে আপনার সব ক্লান্তি

কেউ পাহাড়ের (Mountain) ধারের রিসর্টে (Resort) যেতে ভালোবাসেন, কেউ আবার সমুদ্রের ধারে। তবে কখনও কি ভেবেছেন, যদি একই রিসর্টে বসে দুইয়ের  (Clifftop Resort) আনন্দ উপভোগ করা যায় তাহলে কেমন হবে? এই বিশ্বে এমন খুব কম জায়গাই রয়েছে যেখানে পাহাড়-সমুদ্র দুই-ই পাওয়া যায়। আজকের প্রতিবেদনে ভ্রমণপিপাসু মানুষদের জন্য এমন ৫ রিসর্টের নাম তুলে ধরা হল যেখানে একবার গেলে প্রেমে পড়বেন গ্যারান্টি।

সিক্রেট বে রিসর্ট (Secret Bay Resort)- আপনি যদি একই স্থানে পাহাড় এবং সমুদ্র দুইকেই উপভোগ করতে চান তাহলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডমিনিকা দ্বীপের সিক্রেট বে রিসর্টে যেতে পারেন। পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে এই রিসর্টটি। বিশাল রান্নাঘর, সুইমিং পুল, পুলের সামনে বসার জায়গা- সব কিছু রয়েছে এই ভিলা রিসর্টে। এছাড়া আপনি চাইলে খোলা আকাশের নীচে বসেও খাওয়াদাওয়া করতে পারবেন। সিক্রেট বের অন্যতম আকর্ষণ হল এখানকার প্রত্যেক ঘর থেকে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া ডাইভিং, হাইকিং, ট্রি হাউসের মধ্যে স্পায়ের ব্যবস্থাও রয়েছে এখানে।

   

Secret Bay, Secret Bay resort

অঙ্গমা মারা রিসর্ট (Angama Mara Resort)- আফ্রিকার মাসাই মারা সাফারির জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানেই একটি সাফারি রিসর্টও রয়েছে, সেটির নাম অঙ্গমা মারা। এই রিসর্টটি পাহাড়ের এত উঁচুতে অবস্থিত যে এখান থেকে মাসাই মারাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়া এখানে ১২ মিটার গভীর একটি সুইমিং পুলও রয়েছে। একবার গেলে প্রেমে পড়ে যাবে যে কেউ।

Angama Mara, Angama Mara resort

মোনাস্টেরো সান্টা রোসা হোটেল অ্যান্ড স্পা (Monastero Santa Rosa Hotel & Spa)- ইটালিতে অবস্থিত এই রিসর্টটিও বেশ জনপ্রিয়। সেখানকার আমালফি উপকূলে পাহাড়ের ধাপ কেটে এই রিসর্ট তৈরি করা হয়েছে। এই রিসর্টের সামনে ৫টি ধাপে কাটা বাগান আছে। আপনি যদি চান, তাহলে এখানে বসে খাওয়াদাওয়া করতে পারবেন। এছাড়া এই রিসর্টের সামনেই রয়েছে ইনফিনিটি সুইমিং পুল। এখানে বসে পাহাড় এবং সমুদ্র দুইয়ের সৌন্দর্যই উপভোগ করতে পারবেন।

Monastero Santa Rosa Hotel & Spa, Monastero Santa Rosa Hotel & Spa resort

পোস্ট রাঞ্চ ইন রিসর্ট (Post Ranch Inn Resort)- ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ের কোলে গড়ে উঠেছে এই বিখ্যাত রিসর্টটি। এখানকার মূল আকর্ষণই হল কাচ দিয়ে ঘেরা রেস্তোরাঁ। এই রেস্তোরাঁটি এমনভাবে তৈরি করা হয়েছে, দূর থেকে দেখলে মনে হবে পাহাড় থেকে সেটি ঝুলছে।

Post Ranchh Inn, Post Ranchh Inn resort

অনন্তরা আল জাবাল আল আখদার রিসর্ট (Anantara Al Jabal Al Akhdar Resort)- ওমানে অবস্থিত এই পাহাড়চূড়ার রিসর্টটিও বেশ নাম করা। শোনা যায়, ১৯৮৬ সাল নাগাদ এখানে স্বয়ং চার্লস এবং ডায়ানা গিয়েছিলেন।

Anantara Al Jabal Al Akhdar Resort, Anantara Al Jabal Al Akhdar

এখানে মোট ১১৫টি ঘর এবং ৬টি রেস্তোরাঁ রয়েছে। এই রিসর্টের আশেপাশে যে গ্রাম রয়েছে সেখানে ঘুরতে যেতে পারেন অতিথিরা। এছাড়া কেউ যদি চান বাইক নিয়ে আশেপাশের এলাকায় ঘুরতে যেতে, তাহলে সেই ব্যবস্থাও করা হয় রিসর্টের তরফ থেকে।

site