• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজ থেকে বদলে যাচ্ছে ATM এ টাকা তোলা থেকে গ্যাস সিলিন্ডারের মত ৫টি কাজের নিয়ম

আজ ১ লা ফেব্রুয়ারী (1 st February) , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন পার্লামেন্টে। এই বাজেট যে শুধুমাত্র এবছরের বাজেট তা নয়, করোনা মহামারীর পর নতুন দশকের শুরুতে এটাই ভারতবর্ষের প্রথম বাজেট। আজ বাজেট পেশ করার আগেই দৈনন্দিন কিছু কাজের নিয়মে পরিবর্তন আনার কথা জানানো হয়েছিল। আজ বাজেট পেশ করে তা  কার্যকরী করা হল।

আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি থেকেই দৈনিন্দিন যে কাজ গুলিতে পরিবর্তন আস্তে চলেছে তা এবার দেখে নেব এক নজরে। পরিবর্তিত কাজের নিয়ামগুলির মধ্যে রয়েছে ATM থেকে টাকা তোলা থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের মত অতি প্রয়োজনীয় বিষয়গুলি। আসুন ঝটপট দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন হলঃ

   

১. ATM পরিষেবা

দিন দিন প্রযুক্তির উন্নতির সাথে বাড়ছে ATM প্রতারণার সংখ্যা। আর এবার এই বিষয়টি মাথায় রেখে আজ থেকেই কিছু পরিবর্তন আসতে চলেছে ATM থেকে টাকা তোলার পদ্ধতিতে। আজ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর এটিএম দিয়ে ইএমভি ছাড়া অন্য  এটিএমগুলিতে কমে যাচ্ছে আর্থিক লেনদেনের হার।

২. আইআরসিটিসি ই ক্যাটারিং (IRCTC E Catering)

5 Changes from 1 feb 2021 E Catering

করোনা মহামারীর পর থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজ ১ লা ফেব্রুয়ারী থেকেই নির্দিষ্ট কয়েকটি স্টেশনে ই-কেটারিং পরিষেবা চালু করছে আইআরসিটিসি। যেমনটা জানা যাচ্ছে প্রথম ধাপে মোট ৬২টি স্টেশনে এই পরিষেবা চাল করার সিদ্ধান্ত নিয়েছে IRCTC।

৩. সিনেমা হল ও সুইমিং পুল

Cinema Hall 5 Changes from 1 feb 2021

করোনা মহামারী কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা দেশ। আর এবার নিউ নর্মালের দিকে আরো এক ধাপ এগলো দেশ। আজ ১ লা ফেব্রুয়ারী থেকে ১০০ শতাংশ আসন সহ সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হল। সাথে জনসাধারণের  জন্য সুইমিং পুল খুলে দেবার ছাড়পত্র মিলল আজ থেকেই।

৪. আন্তর্জাতিক উড়ান পরিষেবা

5 Changes from 1 feb 2021 International Flight

করোনা পরবর্তীকালে সাবধানতা অবলম্বন করে সীমিত রাখা হয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। খু সীমিত সংখ্যক বিমানই যাতায়াত করছিল দেশের বিমানবন্দরগুলি দিয়ে। এবার সেই সংখ্যাটা কিছুটা বাড়ানো হল। অর্থাৎ আজ থেকে বাড়ল আন্তর্জাতিক উড়ানের সংখ্যা।

৫. রান্নার গ্যাস

প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। কিন্তু গত মাসে অর্থাৎ জানুয়ারী মাসে সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়নি। কিন্তু আজ ১লা ফেব্রুয়ারী জ্বালানি সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে।

site