পাহাড় (Mountain) বলতেই অধিকাংশ বাঙালির মাথায় যে জায়গার নাম আসে তা হল দার্জিলিং। এখন অবশ্য সেই তালিকায় কালিম্পংয়ের নামও জুড়েছে। এই গরমে সপ্তাহখানেকের ছুটি পেলেই তাই ভ্রমণপিপাসু বাঙালিরা ছুটে যাচ্ছেন এই দুই হিল স্টেশনে (Hill Station)। ফলে স্বাভাবিকভাবেই দার্জিলিং-কালিম্পংয়ে এখন তিল ধারণের জায়গা নেই।
কিন্তু আপনি যদি ভিড় থেকে দূরে শান্ত-নিরিবিলি কোনও হিল স্টেশনের (Less Crowded Hill Station) খোঁজে থাকেন তাহলে একদম ঠিক প্রতিবেদন পড়ছেন। আজকের প্রতিবেদনে দেশের (India) পাঁচ শান্ত-নিরিবিলি হিল স্টেশনের হদিশ দেওয়া হল, ভিড় থেকে দূরে এখানে একান্তে কিছুটা সময় কাটালে জুড়িয়ে যায় শরীর-মন দুই-ই। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই পাঁচ জায়গার নাম।
শোঘি (Shoghi)- ভারতের জনপ্রিয়তম শৈল শহরগুলির মধ্যে একটি হল শিমলা। এই শিমলা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত হল শোঘি। অফবিট এই হিল স্টেশনের বিষয়ে খুব কম মানুষই জানেন। সেই জন্য সাধারণত শোঘিতে পর্যটকদের তেমন ভিড় চোখে পড়ে না। শান্ত-নিরিবিলি এই হিল স্টেশনে একবার গেলে মুগ্ধ হয়ে আপনি।
আলমোরা (Almora)- উত্তরাখণ্ডের একটি জেলা হল আলমোরা। সিনারির মতো সুন্দর এই জায়গায় গেলে একাধিক জাগ্রত মন্দির দেখতে পাবেন। আলমোরায় গেলে পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি নন্দা দেবী মন্দির, দেবতা মন্দির, কাসার মন্দিরও ঘুরে দেখতে পারবেন।
নারকান্দা (Narkanda)- শৈল শহর শিমলার আরও একটি সুন্দর জায়গার নাম এই তালিকায় রয়েছে। শিমলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত নারকান্দা। স্কিয়িং এবং নানান ধরণের উইন্টার স্পোর্টসের জন্য পর্যটকদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় নারাকান্দা।
কল্পা (Kalpa)- হিমাচল প্রদেশের কিন্নাউর জেলার একটি শহর হল কল্পা। সুতলেজ রিভার ভ্যালির কাছে অবস্থিত এই জায়গাটি। শিমলা কাজা হাইওয়ে থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই হিল স্টেশনে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন।
বীর বিলিং (Bir Billing)- হিমাচল প্রদেশের অত্যন্ত সুন্দর একটি জায়গা হল ধর্মশালা। জায়গাটিকে দেখলে মনে হবে যেন সিনারি দেখছেন। এই ধর্মশালার খুব কাছেই অবস্থিত বীর বিলিং। প্যারাগ্লাইডিংয়ের জন্য পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই স্থান।