লম্বা, মজবুত চুল (Long Hair) প্রায় প্রত্যেক মেয়েই চায়। আর চাইবে নাই না কেন! যে কোনও মেয়ের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সুন্দর কালো চুল (Hair)। তবে লম্বা চুল দেখতে যতটা সুন্দর, তা পাওয়া কিংবা তার খেয়াল রাখা কিন্তু ততখানি সহজ নয়। আজকের প্রতিবেদনে তাই এমন ৫ ঘরোয়া হেয়ার প্যাক বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা চুলকে হেলদি রাখতে প্রচণ্ড কাজে আসে।
ডিম এবং দইয়ের প্যাক (Egg Yogurt Hair Pack)- চুলের জন্য ডিম এবং দই ভীষণ উপকারী। এই ডিম এবং দই দিয়ে হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমে এই দুই উপকরণ একটি পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চুল ভীষণ শুষ্ক হলে ডিমের কুসুম নেবেন, এতে ড্রাইনেস কমবে। অপরদিকে তৈলাক্ত কিংবা নরম্যাল হলে ডিমের সাদা অংশটা নেবেন। প্যাক বানানো হয়ে গেলে তা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না যেন। সপ্তাহে দু’দিন এই হেয়ার প্যাক ব্যবহার করলেই ফল পাবেন।
আলুর প্যাক (Potato Hair Pack)- চুলের যত্নে আলুও প্রচণ্ড কাজে আসে। প্রথমে একটা আলু ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল এবং ২ চামচ মধু মেশান। এরপর এই মিশ্রণ স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন, ফল পাবেন।
কলা, মধু এবং তেলের প্যাক (Banana Honey Oil Hair Pack)- ২টি পাকা কলা, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ নারকেল তেল- এই সবকটি উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রত্যেকটি উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় খেয়াল রাখবেন। এরপর এই মিশ্রণ ভেজা চুলে ৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে নিজেই ফল দেখতে পাবেন।
অ্যাভোকাডোর প্যাক (Avocado Hair Pack)- প্রথমে একটি অ্যাভোকাডো নিয়ে ভেতরের অংশটা চামচ দিয়ে বের করে নিন। বীজটা ফেলে দেবেন। এরপর অ্যাভোকাডোর ভেতরের অংশটা পেস্ট করে নিন। এরপর পেস্ট করা অ্যাভোকাডোর সঙ্গে পরিমাণ মতো মেয়োনিজ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ আঙুল দিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। চুলের নীচের দিকেও লাগাবেন। এরপর উষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে পুরো চুলে ২০ মিনিট পেঁচিয়ে রাখতে হবে। ২০ মিনিট হয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ক্যাস্টর অয়েলের প্যাক (Castor Oil Hair Pack)- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ ব্র্যান্ডি এবন ১টি ডিম ভালো করে মিশিয়ে মাথার তালু এবং চুলে ম্যাসাজ করুন।
৩০ মিনিট এই প্যাক মাথায় লাগিয়ে রাখতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন।