বিনোদন দুনিয়ায় মেক আপের (Make up) গুরুত্ব অপরিসীম। টেলিভিশন সিরিয়াল (Serial) হোক বা সিনেমা- প্রপার মেক আপ ছাড়া কোনোটাই সম্পূর্ণ হয় না। বাংলা সিরিয়ালগুলির (Bengali serial) ক্ষেত্রেও অন্যথা হয় না। এখানেও নায়ক-নায়িকা সহ সকল কলাকুশলীদের মেক আপের গুরুত্ব হয় অপরিসীম। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় বাংলা সিরিয়ালের কিছু ঐতিহাসিক মেক আপের ছবি ভাইরাল হয়েছে। আজকের প্রতিবেদনে সেই ৫ ছবিই তুলে ধরা হল।
মিঠাই (Mithai)- তালিকার প্রথমেই নাম রয়েছে দর্শকদের প্রিয় মিঠাইরানীর। সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দু’চোখে মোটা করে কাজল, গালে চড়া করে লাল ব্লাশ লাগিয়েছে সে। সেই সঙ্গে নজর কেড়েছে ঠোঁটের থেবড়ে যাওয়া লিপস্টিকও। সুন্দরী মিঠাইরানীর এই লুক দেখে দর্শকরা যে অবাক হয়ে গিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
গৌরী (Gouri)- দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’র নায়িকা গৌরীর নাম। গৌরীর ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মুখে চড়া মেক আপ করে রয়েছে সে। সবসময় যে গৌরীকে ছিমছাম অবতারে দেখে এসেছেন, তাঁকে এমন চড়া মেক আপে দেখে দর্শকরা কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছেন।
গুড্ডি (Guddi)- স্টার জলসার চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’র নায়িকার ছবিও এই তালিকায় রয়েছে। সুন্দরী গুড্ডির অদ্ভুত মেক আপ দেখে দর্শকরা একেবারে হতবাক হয়ে গিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, গালে ডিপ করে লাল রঙের ব্লাশ লাগিয়েছে গুড্ডি। সেই সঙ্গে আবার চোখের ওপরে দিয়েছেন নীল রঙের আইশ্যাডো। গুড্ডির এই মেক আপ কেমন লাগছে আপনার?
কালনাগিনী (Kal Nagini)- স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকের কালনাগিনীর নামও এই তালিকায় রয়েছে। নেটপাড়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কনের বেশে রয়েছে কালনাগিনী। তাঁর মেক আপ সুন্দর হলেও, নজর কেড়েছে মুখের ভেতর থেকে বেরিয়ে থাকা দু’টি দাঁত।
পাখি (Pakhi)- তালিকার সর্বশেষ নামটি হল জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকের নায়িকা পাখির। এমনিতেই এই সিরিয়ালটি নিয়ে মাঝেমধ্যেই নেটপাড়ায় ট্রোলিং চলতে থাকে। পাখির এই মেক আপ নিয়েও কম খিল্লি হয়নি।
‘রাঙা বউ’য়ের নিয়মিত দর্শকরা জানেন, পাখি-কুশের বৌভাতের দিন ইচ্ছা করে পাখিকে খারাপ মেক আপ করে দেওয়া হয়েছিল। বাংলা সিরিয়ালের ঐতিহাসিক ৫ মেক আপের লিস্টে স্থান করে নিয়েছে পাখির সেই বৌভাত স্পেশ্যাল লুকটিও।