• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের রাজীব থেকে খড়কুটোর গুনগুন! মোটা মাইনে, নিরাপদ পেশা ছেড়ে আজ সফল অভিনেতা

বাংলা টেলিভিশন জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয়ে আসার আগে একটা সময় কাজ করতেন উঁচু পদের চাকরিতে। তার মধ্যে আবার কেউ কেউ পেশায় ছিলেন সরকারী চাকুরীজীবি। তাই নিরাপদ পেশা, মাস গেলে মোটা মাইনে সব ছেড়ে শুধুমাত্র অভিনয়ের টানেই মানুষের মনোরঞ্জন করতে সব ছেড়ে স্বপ্ন পূরণ করতে এসেছেন অভিনয় জগতে। সময়ের সাথে সাথে আজ তারা সকলেই সফল নিজ নিজ ক্ষেত্রে।

১) সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)

   

মিঠাই সৌরভ চট্টোপাধ্যায় Mithai serial Sourav chatterjee

এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘মিঠাই’ সিরিয়ালের রাজীব অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। এই সিরিয়ালে অভিনয় করে তিনি পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। তবে এটাই প্রথম নয় এর আগে আরও একাধিক জনপ্রিয় সিরিয়াল যেমন ‘গোয়েন্দা গিন্নি’, ‘ভুতু’ এমনই একাধিক সিরিয়ালে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। তবে শুনলে হয়তো অনেকেই অবাক হবেন অভিনয়ে আসার আগে এই অভিনেতা ছিলেন পেশায় একজন সরকারি চাকুরিজীবী। কিন্তু শুধুমাত্র অভিনয়ের স্বপ্ন পূরণ করার জন্যই সেই চাকরি ছেড়ে তিনি এসেছেন এই পেশায়।

২) তৃণা সাহা (Trina Saha)

সৌরভ চট্টোপাধ্যায়,Sourav Chatterjee,তৃণা সাহা,Trina Saha,জয়ী দেবরায়,Joey Debroy,বিশ্বজিৎ ঘোষ,Biswajit Ghosh

তালিকায় রয়েছেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় গুনগুন অভিনেত্রী তৃণা সাহাও। আজ থেকে প্রায় সাত বছর আগে ২০১৫ সালে ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবির হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু হয়েছিল তার।  পরবর্তীতে একের পর এক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে একটা সময় দিল্লিতে মোটা মাইনের চাকরিও করতেন তিনি। তার নাকি শিক্ষিকা হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় সব ছেড়ে অভিনয় জগতেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তোলেন অভিনেত্রী।

৩) জয়ী দেবরায় (Joey Debroy)

সৌরভ চট্টোপাধ্যায়,Sourav Chatterjee,তৃণা সাহা,Trina Saha,জয়ী দেবরায়,Joey Debroy,বিশ্বজিৎ ঘোষ,Biswajit Ghosh

এরপরেই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা জয়ী দেবরায়। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘হৃদয় হরণ  বিএ পাশ’ -এ নায়ক হৃদয় হরণ চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। প্রসঙ্গত জয়ী ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একটি সংস্থায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে পরবর্তীতে সেই লোভনীয় চাকরি ছেড়ে তিনি যোগ দিয়েছেনঅভিনয়ে।

৪) বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)

সৌরভ চট্টোপাধ্যায়,Sourav Chatterjee,তৃণা সাহা,Trina Saha,জয়ী দেবরায়,Joey Debroy,বিশ্বজিৎ ঘোষ,Biswajit Ghosh

চাকরি ছেড়ে জন অভিনয়ের আসা জনপ্রিয় অভিনেতাদের এই তালিকায় রয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ -এর নায়ক পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। বর্তমানে এই অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে ইন্দ্র চরিত্রে। জানা যায় অভিনয়ে আসার আগে এই অভিনেতা কাজ করতেন টিসিএস এর মতো কোম্পানিতে। সেখানে বেশ ভালো রকমের বেতনও পেতেন তিনি।

৫) সানন্দা বসাক (Sananda Bosak)

সৌরভ চট্টোপাধ্যায়,Sourav Chatterjee,তৃণা সাহা,Trina Saha,জয়ী দেবরায়,Joey Debroy,বিশ্বজিৎ ঘোষ,Biswajit Ghosh

অভিনেতা অভিনেত্রীদের এই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সানন্দা বসাকও। বেশীরভাগ বাংলা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সানন্দা। তার অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘গোয়েন্দা গিন্নি’,‘প্রথমা কাদম্বিনী’, ‘নেতাজি’,‘জয়ী’- র মত একাধিক জনপ্রিয় ধারাবাহিক। অভিনয়ে আসার  আগে প্রায় সাড়ে চার বছর তিনি কাজ করেছেন ভাল বেতনের চাকরিতে।