• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই থেকে দীপা, বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে চর্চা তুঙ্গে এই ৫ অভিনেত্রীকে নিয়ে

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,মেয়েবেলা,Meyebela,এক্কা দোক্কা,Ekka Dokka,গুড্ডি,Guddi

এখনকার দিনে দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা সিরিয়াল (Bengali Serial)। প্রতিদিন টিভির পর্দায় প্রিয় চরিত্রদের না দেখলে গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের।

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে ‘মিঠাই’, ‘অনুরাগের ছোঁয়া’,’মেয়েবেলা’,’গুড্ডি’ কিংবা ‘একাদোক্কা’র মতো জনপ্রিয় সিরিয়াল এবং তাদের নায়িকারা। তাই এই পাঁচটি সিরিয়ালের নায়িকাদের নিয়ে বিভিন্ন ফ্যান পেজ গুলিতে চর্চা চলতে থাকে সারাক্ষণ। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বাংলা সিরিয়ালের জগতে ব্যাপক চর্চিত এই ৫ টি সিরিয়ালের নায়িকাদের তালিকা।

মিঠাই (Mithai):  বাংলা সিরিয়াল নিয়ে আলোচনা হবে অথচ জি বাংলার মিঠাইয়ের নাম থাকবে না, তা এক কথায় অসম্ভব। বিগত দু বছরের বেশি সময় ধরে বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল।  ধারাবাহিকে নায়িকা মিঠাই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রীর সৌমিতৃষা কুন্ডু। প্রসঙ্গত মিঠাইতে অভিনয় করার আগেও তিনি অভিনয় করেছেন আরও তিনটি জনপ্রিয় ধারাবাহিকের। তবে মিঠাই তে অভিনয় করেই বাংলার দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন সৌমি।

Soumitrisha Kundu Mithai Web Series
অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa): এই মুহূর্তে টেলিভিশনের জগতে রীতিমতো রাজ করছে একটাই  মেগা সিরিয়াল তা হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে বেঙ্গল টপার এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এই ধারাবাহিকে নায়িকা দীপা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ‘সরস্বতী প্রেম’  নামে একটি সিরিয়ালে পার্শ্ব  চরিত্রে অভিনয় করলেও অনুরাগের ছোঁয়াতেই কিন্তু প্রথম নায়িকা হিসেবে অভিনয় করছেন স্বস্তিকা।  তবে তাঁর সাবলীল  অভিনয় অল্পদিনেই মন ছুয়েছে দর্শকদের। তাই এই মুহূর্তে তিনি হলেন বাংলা সিরিয়ালের অন্যতম চর্চিত একজন অভিনেত্রী।

Swastika Ghosh, Swastika Ghosh age
মেয়েবেলা (Meyebela): এর পরেই রয়েছে এই মুহূর্তে স্টার জলসার অন্যতম চর্চিত সিরিয়াল ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকে নায়িকা মৌ এর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। ধারাবাহিকে তাঁর নায়ক অর্থাৎ ডোডো অভিনেতা অর্পণ ঘোষাল এখন রীতিমতো গোটা বাংলার বং ক্রাশ। প্রসঙ্গত মেয়েবেলার আগে স্বীকৃতি অভিনয় করেছেন এই চ্যানেলেরই ‘খেলাঘর’ সিরিয়ালে। তবে মেয়েবেলাতেও  স্বীকৃতির অভিনয় দারুন প্রশংসা পেয়েছে দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,মেয়েবেলা,Meyebela,এক্কা দোক্কা,Ekka Dokka,গুড্ডি,Guddi

এক্কাদোক্কা (Ekka Dokka): এরপরেই তালিকায় রয়েছে স্টার জলসায় জনপ্রিয় সিরিয়াল ‘এক্কাদোক্কা’র নায়িকা রাধিকা অভিনেত্রী সোনামনি সাহা। দর্শকমহলে সোনামণির জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার প্রয়োজন নেই। সিরিয়ালের নায়িকা হয়েও দর্শকমহলে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে সিনেমার নায়িকাদের কাছেও তা রীতিমতো ঈর্ষণীয়। আসলে শুরু থেকেই সোনামণির অভিনয় দারুন পছন্দ করেন দর্শকরা।

Ekka Dokka Radhika, Sonamoni Saha, Sonamoni Saha retirement

গুড্ডি (Guddi): এছাড়াও রয়েছেন স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’র নায়িকা শ্যামাপ্তি মুদলি। তিনি গুড্ডি এবং রেশমি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতের সাথে পরিচয় তাঁর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,মেয়েবেলা,Meyebela,এক্কা দোক্কা,Ekka Dokka,গুড্ডি,Guddi

তাই ইতিপূর্বে গুড্ডির  আগেও তার অভিনয়ে ঝুলিতে রয়েছে একাধিক সিরিয়ালের লম্বা তালিকা। শুরু থেকেই এই মিষ্টি অভিনেত্রীকে দারুন পছন্দ করেন সিরিয়াল প্রেমী দর্শকরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥