• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হারকে জিতনে ওয়ালে কো বাজীগর কেহেতে হ্যাঁয়! বাদশা শাহরুখের মুখের এই ৫ ডায়লগ আজও বিখ্যাত

নাম তো শুনা হি হোগা। অবশ্য মাত্র একটি নামে তাকে ডাকার সাধ্য নেই। তিনি কিং খান, তিনি বলিউডের বাদশা, এস আর কে তিনি, তিনি মন্নতের রাজা, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। SRK নামেই এক হয়ে যায় কোটি কোটি মানুষ, শাহরুখের ফ্যান বলে নিজেদের পরিচয় দিয়ে গর্ব বোধ করেন। আজ ২ রা নভেম্ভর, প্রতিবছর এই দিনেই শাহরুখ প্রাসাদ মন্নতের সামনে নামে মানুষের ঢল। নিজস্ব কায়দায় ছাদ থেকে ফ্যানেদের উদ্দেশে হাত নাড়েন তিনি, আর তাতেই স্বপ্ন পূরণ।

আজ জন্মদিন বলি বাদশার৷ ৫৬ তম জন্মদিনে আজ বংট্রেন্ডের পর্দায় রইল তাঁরই কিছু আইকনিক সংলাপ৷ যেগুলি এখনও কানে এলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে।

   

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

srk,shah rukh khan,srk dialouges,famous dialouges of shah rukh khan,shah rukh khan birthday,bollywood

১৯৯৫ সালের এই রোমান্টিক ছবিকে SRK-এর সর্বকালের সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয়। এই ছবির বেশ কয়েকটি সংলাপই মনে রাখার মতো৷ তার মধ্যেও সবচেয়ে জনপ্রিয় দুটি হল-

“আগর ইয়ে তুঝে পেয়ার করতি হ্যায় তো ইয়ে পালত কে দেখেগি। প্যালাট – প্যালাট!”

“বড়ে বড়ে দেশো মে অ্যায়সি ছোট ছোট বাতেন হোতি রেহতি হ্যায়… সেনোরিতা!!”

কুছ কুছ হোতা হ্যায়

srk,shah rukh khan,srk dialouges,famous dialouges of shah rukh khan,shah rukh khan birthday,bollywood

সবচেয়ে জনপ্রিয় আইকনিক জুটি শাহরুখ কাজলের বক্স অফিসে চূড়ান্ত হিট ছবির একটি কুছ কুছ হোতা হ্যায়। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবি শাহরুখের সংলাপের জন্য বিখ্যাত। এই ছবির উল্লেখযোগ্য সংলাপ-

“হাম এক বার জিতে হ্যায়, এক বার মরতে হ্যায়, শাদি ভি এক বার হোতি হ্যায় অর পেয়ার ভি এক বার হোতা হ্যায়।”
“ম্যায় আজ ভি উসে উতনি হি মহব্বত করতা হুঁ অউর ইসলিয়া নাহি কি কোই অর না মিলি পার ইসলিয়া কি উসে মহব্বত কারনে সে ফুরসাত হি না মিল্টি।”

দেবদাস

srk,shah rukh khan,srk dialouges,famous dialouges of shah rukh khan,shah rukh khan birthday,bollywood

দেবদাস, মহাকাব্যিক রোমান্টিক নাটক ২০০২ সালে বড় পর্দায় আসে। আইকনিক সংলাপের ক্ষেত্রে, দেবদাস এই ধরনের ডেলিভারিতে পরিপূর্ণ। যাইহোক, যেটি সর্বকালের প্রিয় রয়ে গেছে তা হল, “বাবুজি নে কাহা গাঁও ছোড় দো, সব নে কাহা পরো কো ছোড় দো, পারো নে কাহা শরব ছোড় দো, আজ তুমনে কেহ দিয়া হাওলি ছোট দো, এক দিন আয়েগা যখন ও কাহেঙ্গে। ,দুনিয়া হাই ছোড় দো।”

মহাব্বাতে

srk,shah rukh khan,srk dialouges,famous dialouges of shah rukh khan,shah rukh khan birthday,bollywood

শাহরুখ খানের মহব্বতেন ২০০০ সালে মুক্তি পায়। অমিতাভ বচ্চন এই ছবিতে শাহরুখের অভিনয়ের প্রশংশা করেছিলেন। তিনি বলেছিলেন শাহরুখ খান তার লাইনগুলি যেভাবে উপস্থাপন করেছিলেন, তার জন্য তিনি লাইমলাইট ডিজার্ভ করেন। “ম্যায় আজ ভি উসে উতনি হি মহব্বত করতা হুঁ অউর ইসলিয়া নাহি কি কোই অর না মিলি পার ইসলিয়া কি উসে মহব্বত কারনে সে ফুরসাত হি না মিলতি।”\

 

site