আজ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হল বিশ্ব প্রেম দিবস,ইংরাজিতে যাকে বলে ‘ভ্যালেন্টাইন্স ডে’। এই দিনটি সকলের জন্য বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের কাছে খুবই স্পেশাল। তা সে সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি কাপলদের জন্য এই দিনটি খুবই বিশেষ বলে বিবেচিত হয়। তাই ভালবাসার মানুষটিকে ভালবাসা জানানোর পাশাপাশি, সারাজীবন একসাথে থাকার শপথ নেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নেন অনেকে। আজ বংট্রেন্ডের পাতায় থাকছে এমনই পাঁচ জন বলিউড সেলিব্রেটিদের নাম।
১) সঞ্জয় দত্ত- রিয়া পিল্লাই (Sanjay Dutt -Riya Pillai)
বলিউডের প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্ত তার জীবনে ৩টি বিয়ে করেছেন। একথা ইন্ডাস্ট্রিতে কমবেশি সকলেরই জানা প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পর রিয়া পিল্লাইকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন সঞ্জু বাবা। মজার বিষয় হল, এই পাওয়ার কাপল ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন বিয়ে করেছিলেন। পরবর্তীতে রিয়ার সাথে বিচ্ছেদের পর সঞ্জয় দত্তের জীবনে আসেন তার বর্তমান স্ত্রী মান্যতা।
২) মন্দিরা বেদী- রাজ কৌশল (Mandira Bedi-Raj Kaushal)
গত বছর আচমকাই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় মন্দিরা বেদির জীবনে। গত বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী রাজ কৌশল। উল্লেখ্য ১৯৯৯ সালে আজকের দিনেই এই সুন্দর দম্পতি সাতপাকে বাঁধা পড়েছিলেন। জানা যায়, মন্দিরা এবং রাজের প্রথম দেখা হয়েছিল ১৯৯৬ সালে একটি শো-এর অডিশনের সময়। সেই বছর থেকেই একে অপরকে ডেট করতে শুরু করেন তারা।
৩) আরশাদ ওয়ারশি- মারিয়া গোরেটি (Arshad Warshi- Maria Gorreti)
আরশাদ ওয়ারশি এবং মারিয়া গোরেট্টির প্রথম দেখা হয় ১৯৯১ সালে কলেজ ডান্স ফেস্টিভ্যালে। জানা যায় এই উৎসবেই বিচারক ছিলেন মুন্না ভাইয়ের সার্কিট আর প্রতিযোগী ছিলেন মারিয়া। কিন্তু প্রথম দেখাতেই দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর ৮ বছর ডেট করার পর ১৯৯৯ সালে আজকের দিনেই বিয়ে করেন তারা।
৪) রাম কাপুর- গৌতমী (Ram Kapoor-Gautami)
হিন্দি টেলিভিশন জগতের বিখ্যাত দম্পতি রাম কাপুর এবং গৌতমীকে চেনেন কমবেশি সকলেই। জানা যায় এই সেলিব্রেটি কাপলদের প্রথম দেখা হয়েছিল সিরিয়াল ‘ঘর এক মন্দির’-এর সেটে। সিরিয়ালে কাজ করতে করতেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এর কয়েক বছর একে অপরকে ডেট করার পর, ২০০৩ সালের ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করেছিলেন তারা।
৫) রুসলান মুমতাজ- নিরালি মেহতা (Ruslan Mumtaj-Nirali Mehta)
অভিনেতা রুসলান মুমতাজ এবং নিরালি মেহতার প্রথম দেখা হয়েছিল সুপরিচিত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শমক দাভারের নাচের একাডেমিতে। ২০১৪ সালের ১৪ ফ্রেব্রুয়ারি বিয়ের করেছিলেন তারা। তবে বিয়ের তারা দুজনেই একে অপরকে ডেট করতেন।