বিগত কয়েকমাস বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির একেবারে শনির দশার মত কেটেছে। একের পর এক বিগ বাজেট ছবি রিলিজ হয়েছে, যেখানে সুপারস্টারেরা অভিনয় করেছেন। কিন্তু বেশিরভাগই ফ্লপ হয়েছে, তো বেশ কিছু ছবি বয়কটের (Boycott) ডাক দিয়ে সুপার ফ্লপ পরিণত হয়েছে। এমতাবস্থায়, নতুন করে কোনো ছবির পেছনে কয়েকশো কোটি টাকা ঢালতেও এবার ভয় পাচ্ছেন নির্মাতারা। যেভাবে বয়কট ঝড় শুরু হয়েছে তাতে আগামী দিনে ছবি ফ্লপ হওয়ার ভয় থেকেই যাচ্ছে। এমনকি ছবি তৈরী করে নিলেও যে শীঘ্রই বা কিছুদিন পরে মুক্তি দেওয়া যাবে সেটাও বোঝা যাচ্ছে না ঠিক করে।
বিগত কয়েকমাসে কয়েকশো কোটি টাকা খরচ করে বানানো একাধিক ছবি ফ্লপ হয়েছে। এখনও ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে বিতর্ক চলছেই। সাথে আসন্ন বলিউডের ছবি এখন থেকেই বয়কটের দাবিতে উত্তাল হয়ে উঠছে নেটপাড়া। তাই এবার আর রিস্ক নিতে চাইছেন না কেউই। শেষমেশ বেশ কিছু ছবির শুটিংয়ের কাজ আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আজ সেই সমস্ত ছবির তালিকা আপনাদের কাছে তুলে ধরব।

দ্য ইমমর্টাল অশ্বথামা (The Immortal Ashwatthama) : সুপারহিট ছবি ‘উরি’ এর পরিচালক আদিত্য ধর এই ছবিটি বানানোর পরিকল্পনা করেছিলেন। নায়কের চরিত্রে ভিকি কৌশলকেই নেওয়ার কথা ছিল। কিন্তু ছবির শুটিংয়ের কাজ শুরুর সময় থেকেই একাধিকবার বাঁধা পায়। এরপর করোনা আসে আর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তারপর আবারও কাজ শুরু হয়েছে ঠিকই, তবে এই ছবির শুটিং বা রিলিজ ডেট সম্পর্কে আর কিছুই আপডেট পাওয়া যায়নি।

তখত (Takht) : বলিউডের বিখ্যাত প্রযোজক করণ জোহর। তারই প্রোডাকশন হাউসের তরফ থেকে ২০১৯ সালে এই ছবির ঘোষণা করা হয়েছিল। কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে রিলিজ হওয়ার। মুঘল আমলের শাহজাহান ও ঔরঙ্গজেবের মধ্যেকার সিংহাসনের লড়াই নিয়ে তৈরী হত এই ছবি। কিন্তু এখনও এই ছবির রিলিজ তো দূর কোনো খবরই নেই।
ইনশাআল্লাহ (Inshaallah) : বলিউডের ভাইজান সালমান খান ও আলিয়া ভাট এই দুই তারকাদের নিয়ে এই ছবির পরিকল্পনা করেছিলেন সঞ্জয় নীলা বানশালি। ‘হাম দিল দে চুকে সনম’ এর ১৯ বছর পর আবারো বানশালির সাথে কাজ করতে চলেছিলেন সালমান। কিন্তু এই ছবিরও বর্তমান কোনো খবর নেই।

গুলাব জামুন (Gulab Jamun) : অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই জুটিকে নিয়ে একটি ছবির কথা ভেবেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ছবির শুটিং বা কাজ সম্পর্কে কোনো আপডেট নেই।

চন্দা মামা দূর কে (Chanda Mama Dur Key) : ২০১৭ সালে এক মহাকাশচারীর কাহানি নিয়ে এই ছবি তৈরির প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সঞ্জয় পুরান সিং। ছবিতে নায়কের ভূমিকায় থাকার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। নানা কারণে ছবির শুটিং আটকে যাচ্ছিলো। এরপর ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর আর কোনো খবরই পাওয়া যায়নি।














