কথায় আছে ‘নামে কি আসে যায়’! তবে বিনোদন জগতের নায়ক নায়িকাদের বিশেষ করে বলিউড তারকাদের (Bollywood Celebrity) নামেই চেনে গোটা দুনিয়া। কিন্তু যদি জানা যায় তাঁদের যে নামের জন্যই চেনে গোটা দুনিয়া সেই নামটাই যদি তাঁদের আসল নাম (Real Name) না হয়, তাহলে কেমন হয়?
জানলে অবাক হবেন বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা নাম যশ খ্যাতি লেভার আশায় নিজেদের নাম-পরিচয় গোপন করে মুসলিম নাম পরিত্যাগ করে হিন্দু নাম নিয়ে বছরের দাপিয়ে বেড়িয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এমনই ৫ জন অভিনেতা অভিনেত্রীদের তালিকা।
১. দিলীপ কুমার (Dilip Kumar): আজও বলিউডে ট্রাজেডি কিং হয়েই রয়ে গিয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। তবে অনেকেই হয়তো জানলে অবাক হবেন যে নাম নিয়েই এত জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা সেটা কিন্তু তাঁর আসল নাম নয়। আদতে দিলীপ কুমার এমন একজন অভিনেতা যিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই পাল্টে নিয়েছিলেন নিজের আসল নাম।
আদতে এই অভিনেতার জন্ম হয়েছিল ১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে।তাই সেই সূত্রেই আগে তাঁর নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। কিন্তু পরবর্তীতে তিনি নাম পাল্টে দিলীপ কুমার করায় বেশিরভাগ মানুষই ভাবেন তিনি বোধ হয় হিন্দু। তবে তা সত্যি নয়। বলিউডে অভিনয় করার জন্যই নিজের নাম পাল্টে দিলীপ কুমার করে নিয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা।
২. মধুবালার (Mdhubala): দিলীপ কুমারের প্রসঙ্গ যখন উঠল তখন তৎকালীন সময়ের আরও এক জনপ্রিয় অভিনেত্রী মধুবালার কথাও বলতেই হয়। তখনকার সময়ের স্বপ্ন সুন্দরী এই অভিনেত্রীও ইন্ডাস্ট্রিতে আসার জন্য পাল্টে ছিলেন নিজের নাম। জানা যায় মধুবালার আসল নাম মমতাজ জাহান দেহলভি। অর্থাৎ তিনিও আদতে হিন্দু নন। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই কম সময়ের মধ্যে বেশ নাম ডাক করলেও খুব অল্প বয়সেই মৃত্যু হয়েছিল।
৩.মিনা কুমারী (Meena Kumari): এই অভিনেত্রীর এই তালিকায় রয়েছেন সমসাময়িক আরও এক জনপ্রিয় অভিনেত্রী মিনা কুমারী। যিনি দর্শকদের কাছে বলিউডের ট্রাজেডি কুইন নামেই পরিচিত। ইনিও অভিনয়ে আসার আগেই বদলে নিয়েছিলেন নিজের নাম। জানা যায় তাঁর আসল নাম মেহেজাবিন বানো।
৪.অজিত (Ajit): নাম পরিবর্তন করে নায়ক-নায়িকা হওয়া এই অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন আরও একজন তৎকালীন পার্শ্বর চরিত্রের অভিনেতা তথা খলনায়কও। তিনি আর কেউ নন, তিনি হলেন অজিত। যদিও আদতে তিনি হিন্দু ছিলেন না। আগে তাঁর নাম ছিল হামিদ খান আলী। বলিউডের ডেবিউ করার আগে তিনি নিজের নাম পাল্টে অজিত করে নিয়েছিলেন।
৫.মান্যতা দত্ত (Manyota Dutta): বলিউড তারকাদের এই তালিকায় রয়েছে আরও এক জনপ্রিয় নাম। তিনি হলেন সঞ্জয় দত্তের স্ত্রী তথা অভিনেত্রী মান্যতা দত্ত।
অনেকেই হয়তো জানলে অবাক হবেন মান্যতার আসল নাম ছিল দিলনাওয়াজ শেখ। আদতে দুবাইয়ের বাসিন্দা এই অভিনেত্রী বলিউডের পা রাখার আগেই পরিচয় পাল্টে হিন্দু নাম রেখেছিলেন নিজের।