বলিউড তারকাদের নাম যশ খ্যাতি থেকে শুরু করে অর্থ কোন কিছুর কমতি নেই। তবে সবাই শুধু অর্থ উপার্জনই করেন না। কেউ কেউ তা দানও করে থাকেন। জীবিত অবস্থায় দানধ্যান করেন এমন বলি তারকা তো অনেকেই আছেন। কিন্তু আজ আপনাদের জানাবো বলিউডের সেই সব তারকাদের কথা মৃত্যুর পরেও যাঁদের সম্পত্তি দাতব্য প্রতিষ্ঠানে দান করার কথা রয়েছে। এক নজরে দেখে নেয়া যাক সেইসব বলি তারকাদের তালিকা।
১. সিদ্ধার্থ শুক্লা (Sidhartha Shukla)
দেখতে দেখতে ১ বছর পার। আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন তরুণ অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিদ্ধার্থ। প্রসঙ্গত বলিউড অভিনেতাদের মধ্যে সিদ্ধার্থ জীবিত অবস্থাতেও প্রচুর দানধ্যান করতেন। মৃত্যুর পরেও তার দানের খাতায় রয়েছে তার প্রচুর সম্পত্তি। সিদ্ধার্থের মৃত্যুর পর জানা গিয়েছিল তিনি তার উইলের নিজের সম্পত্তি দাত্যব্য প্রতিষ্ঠানে দেওয়ার কথা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো কিছুই ঘোষণা করা হয়নি। জানা যায় অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।
২. সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)
প্রয়াত অভিনেতাদের এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ থেকে ২ বছর ২০২০ সালের উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত মৃতদেহ। সুশান্তের মৃত্যুর পর তাঁর বাবা জানিয়েছিলেন সমস্ত সম্পত্তি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। অভিনেতার বাবা জানিয়েছিলেন সুশান্তের পাটনার বাড়িতে তাঁর নামে বানানো হবে স্মৃতিসৌধ। সেখানে থাকবে সুশান্তের স্মৃতি বিজড়িত বই থেকে শুরু করে টেলিস্কোপ সহ আরও অনেক কিছু।
৩. লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
বলিউডের জনপ্রিয় তারকাদের এই তালিকায় রয়েছেন লতা মঙ্গেশকর। চলতি বছরের ৬ ফ্রেব্রুয়ারি থেকে গোটা সঙ্গীত জগতে তৈরি হয়েছিল এক বিরাট শূন্যস্থান। ভারতীয় নাইটেঙ্গেল তাঁর উইলে লিখে রেখে গিয়েছিলেন তার সম্পত্তি দাতব্য প্রতিষ্ঠানে দান করার কথা। জানা যায় লতা মঙ্গেশকরের মোট সম্পত্তির পরিমাণ ৫০০কোটি টাকা।
৪. শ্রীদেবী (Sridevi)
রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। আজ থেকে চার বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ১৪ই ফেব্রুয়ারি অস্বাভাবিক মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর স্বামী বনি কাপুর তাঁর নামে গ্রামে একটি স্কুল তৈরি করেছেন। সেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় পড়ুয়াদের। এছাড়া সরসময় দাতব্যের জন্য একটা বিশাল পরিমাণ অর্থ দান করা হয়েছিল শ্রীদেবীর নামে।
৫. ইরফান খান (Irfan Khan)
তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা ইরফান খানও। ২০২০ সালে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত হয়েছেন এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর পর তাঁর স্ত্রী জানিয়েছিলেন তাঁর স্বামীর সম্পত্তির একটা বড় অংশ দান করা হবে। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি।